Thursday, August 14, 2025
HomeScrollদেশের বাজারে পাকিস্তানের তৈরি ক্ষতিকারক কসমেটিক্স!
Pakistani Cosmetics

দেশের বাজারে পাকিস্তানের তৈরি ক্ষতিকারক কসমেটিক্স!

কেরালায় ধরা পড়ল মেড ইন পাকিস্তান লেখা ক্ষতিকারক কসমেটিক্স

Follow Us :

ওয়েব ডেস্ক: ভারতের বাজারে এবার উদ্ধার পাকিস্তানের তৈরি ক্ষতিকারক কসমেটিক্স (Pakistan Cosmetics)! জানা যাচ্ছে, দেশের কসমেটিক্স রুল লঙ্ঘন করেছে ২টি পাক সংস্থা, রিপোর্টে দাবি সিডিএসসিও-র।

কেরালায় ধরা পড়ল মেড ইন পাকিস্তান লেখা ক্ষতিকারক কসমেটিক্স। জানা যাচ্ছে, ২ পাক সংস্থা ঘোরি কসমেটিক্স প্রাইভেট লিমিটেড এবং এমএমসি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের তৈরি কসমেটিক্স।

কেরালার তিরুঅনন্তপুরমে ধরা পরল মেড পাকিস্তান লেখা এই ক্ষতিকারক কসমেটিক্স। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ‘ ফেল ‘ পাকিস্তানে প্রস্তুত করা কসমেটিক্স প্রোডাক্ট। জানা যাচ্ছে, রাসায়নিক মিশ্রিত প্রোডাক্ট মিলল বাজারে। দুটি কসমেটিক্স প্রোডাক্টের পরীক্ষায় মিলেছে পারদ। পারদ থেকে বিষক্রিয়ায় হতে পারে ত্বকের রোগ। যার জেরে মনে করা হচ্ছে অন্তর্ঘাতের পরিকল্পনা করছে পাকিস্তান।

আরও পড়ুন: বিরাট সাফল্য ভারতীয় সেনার, নিকেশ লস্করের অন্যতম কম্যান্ডার  

ইতিমধ্যেই পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। ভারতের পক্ষ থেকে বন্ধ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে সবরকম যোগাযোগের জায়গা। আর তারই মধ্যেই এবার পাকিস্তানের তৈরি কসমেটিক্স প্রোডাক্টে মিলল পারদ।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular