Monday, October 6, 2025
spot_img
Homeসাদা-কালো ড্রেসে মৌনি, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য

সাদা-কালো ড্রেসে মৌনি, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য

কলকাতা: সামার ফ্যাশনে সাদা পোশাকে নজর কাড়লেন মৌনি রায় (Mouni Roy)। অভিনেত্রী ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে অভিনেত্রীর সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাচ্ছে অনুরাগীদের। মৌনী রায় (Mouni Roy) একজন বিগ ফ্যাশনিস্তা। এমনকী তার অফ-ডিউটি ​​চেহারা থেকে চোখ সরানো দায়। অভিনেত্রী ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। গ্রীষ্মের তপ্ত গরমে সাদা পোশাকে চোখ ধাঁধানো লুকে ছবি শেয়ার করেছেন মৌনি রায়।

সাদা ব্যাকলেস হল্টারনেক ড্রেসে গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সামার ফ্যাশনে সাদা পোশাকে নজর কাড়লেন মৌনি। কোনও ছবি কালো পোশাকেও দেখা গিয়েছে। অন্য একটা ছবিতে লাল ব্রালেট ও স্টট স্কাট পরে আগুন ঝরালেন। ব্রালেট থেখে স্পষ্ট বক্ষ বিভাজন। প্রকৃতির মাঝে সবুজ ক্রপটপ পরে পোজ দিয়েছেন। কোনও ছবিতে সমুদ্র সৈকতে বালিতে শুয়ে স্টিল রঙের বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী। মৌনির বোল্ডনেসে ঘায়েল পুরুষ ভক্তরা। অভিনেত্রীর কিলার চাহুনি আর মেদহীন শরীরী বিভঙ্গীতে ঘাম ঝড়ালেন পুরুষ অনুরাগীদের।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

আরও পড়ুন: এগিয়ে এল Panchayat Season 4 এর রিলিজের তারিখ

অন্য খবর দেখুন

Read More

Latest News