Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবর্ষায় কেমন জামা কাপড় পরবেন তা নিয়ে চিন্তায়? দেখুন

বর্ষায় কেমন জামা কাপড় পরবেন তা নিয়ে চিন্তায়? দেখুন

ওয়েব ডেস্ক: বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এখন টানা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। আর এই বৃষ্টিতে চারদিকের কাঁদা মাটিতে ঘর থেকে বেরোতে যেন মনই চায় না। কিন্তু বেরোতে তো হবেই। বর্ষা একদিকে যেমন রোমান্টিক অন্যদিকে অফিস যাত্রী বা পড়ুয়াদের জন্য খুবই সমস্যার। ছাতা থাকলেও জামাকাপড় ভিজে যাওয়া আটকানো খুব কঠিন।
এই অবস্থায় ঠিক কী পরবেন, কী পরলে আরাম পাবেন আবার বৃষ্টিতে ভিজলে শুকিয়েও যাবে। তা ভাবতেই অনেকটা সময় কেটে যায়।

এই বর্ষার দিনে আপনি পরতে পারেন কটন ব্লেন্ড বা মিক্সড কটন। একদম সুতির কাপড় পড়লে বর্ষাকালে শুকোতে সময় লাগে। তাই কটলের সঙ্গে হালকা রেয়ন মেশানো কাপড় পড়তে পারেন। রেয়ন খুবই সফট আর লাইটওয়েট ফ্যাব্রিক। বর্ষায় ভিজে গেলে দ্রুত শুকিয়ে যায় এবং ঘামের গন্ধও হয় না। অফিসে দিনের পর দিন ব্যবহার করার জন্য একদম উপযুক্ত।

আরও পড়ুন: বর্ষায় ভরসা এই তিন টোটকা

তবে, লিনেনও বর্ষাকালের জন্য আদর্শ। হালকা আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। তবে একটু বেশি ভাঁজ পড়ে, তাই আয়রনের সময় যত্ন নিতে হয়। বর্ষাকালে হালকা রঙে জামা পরলে তাড়াতাড়ি ময়লা লেগে যাওয়ার ভয় থাকে, আবার গাঢ় রঙে বেশি গরম লাগে। এটা একটা বড় সমস্যা।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News