Thursday, July 3, 2025
HomeScrollহেরা ফেরি ৩ এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত পরেশের
Hera Pheri 3

হেরা ফেরি ৩ এ ফিরছে বাবু ভাইয়া? ইঙ্গিত পরেশের

অক্ষয়ের সঙ্গে ঝগড়া মিটল, 'কোনও বিতর্ক নেই',বার্তা পরেশ রাওয়ালের

Follow Us :

কলকাতা: ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) ‘বাবু ভাইয়া’-কে ছাড়া কিভাবে সম্ভব? এই প্রশ্ন ঘুরছিল দর্শকদের মনে। অনুরাগীদের জন্য সুখবর। ফের নতুন করে কাজ শুরু হচ্ছে ‘হেরা ফেরি ৩’-র। আর সেখানে বাবু ভাইয়ার চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে (Paresh Rawal)। বলিউডে অনেক কমেডি চরিত্রই দর্শকদের মন জয় করেছে। ‘বাবুরাও’ নামটি শুনলেই পরেশ রাওয়ালের মুখ চোখের সামনে ভেসে ওঠে। আবারও সেই আইকনিক চরিত্রে ফিরে আসছেন। শুরু হচ্ছে ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং। এক মাস আগে এই ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন পরেশ (Paresh Rawal Comeback In Hera Pheri 3), তবে এখন তিনি নিজেই জানালেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।

প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি হচ্ছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্ব। সেই ছবিতেই আবার এক ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। কিন্তু মাঝে তাল কেটে ছিল। পরেশ রাওয়ালের হঠাৎ ছবিটি থেকে সরে যাওয়ার পর অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করে। তাঁর সিদ্ধান্তের ফলে প্রোডাকশনের আর্থিক ক্ষতি হয়েছে এবং শ্যুটিং- এর শিডিউল ব্যাহত হয়েছে।’হেরা ফেরি থ্রি’তে পরেশ রাওয়ালের অনুপস্থিতির খবর আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। বাবু ভাইয়ার অনুপস্থিতি জনগণ মেনে নিতে পারেনি। ভক্তের পাশাপাশি অনেক তারকাও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছিলেন। তবে এখন সব সমস্যার অবসান ঘটেছে বলে জানিয়েছেন পরেশ।

আরও পড়ুন: বিবাহের সম্পর্কে ইতি টানছেন অভিষেক-ঐশ্বর্য? মুখ খুললেন অভিনেতা

পরেশ রাওয়াল নিজেই তাঁর এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে জটিলতাগুলি পরিষ্কার হয়ে গেছে। সব সমস্যার ‘সমাধান’ হয়ে গেছে। পরেশ রাওয়ালকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে এখন ছবিতে দেখা যাবে কিনা, তিনি তাতে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন। তিনি ‘হেরা ফেরি ৩’-তে ফিরতে রাজি হয়েছেন। অক্ষয় কুমারের সঙ্গে বিবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কোনও সমস্যা নেই। বিবাদ নেই আমাদের মধ্যে। আরও বলেছেন, ‘জনতা আমাদের ভালোবাসা দিয়েছেন, সেটার তো একটা দায়িত্ব রয়েছে। আমাদের এটিকে কখনও হালকাভাবে নেওয়া উচিত নয়। তাঁরা মনে করেন, এটা আমাদের সেরা কাজ, এর জন্য আমরা ঋণী। পরেশ রাওয়ালের সঙ্গে সমস্যায় এই ছবির কাজ কিছুটা থমকে গিয়েছিল। ফের জোর কদমে কাজ শুরু হবে এই ছবির।

অন্য খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39