ওয়েবডেস্ক- এই কী সেই বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto) ! যে কথায় কথায় ভারতকে তুচ্ছ জ্ঞান করে পাকিস্তানের ক্ষমতা জাহির করে থাকেন। সেই বিলাওয়ালের পুরো ইউ টার্ন। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে ভারতের সঙ্গে যৌথভাবে সন্ত্রাসবাদ (Joint fight against terrorism) মোকাবিলার ডাক দিয়েছেন বিলাওয়াল।
অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পরে তিনি প্রায় প্রতিদিনই ভারতের বিরুদ্ধে তোপ দেগেছেন। এমনকী সিন্ধু জল চুক্তি পুনর্বহাল না হলে বিলাওয়াল ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই বিলাওয়াল এখন ভারতের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চাইছেন। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রীর বিলাওয়াল ভুট্টো জারদারির হঠাৎ করে জেগে উঠেছে ভারত প্রেম!
ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (Islamabad Policy Research Institute) “পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের হয়ে যুদ্ধ করছে” (Pakistan Fighting War for the World against Terrorism) শীর্ষক বক্তৃতায় ভুট্টো ভারতকে শত্রুতার বাইরে গিয়ে সহযোগিতামূলক সম্পৃক্ততা গ্রহণের আহ্বান জানান। একযোগে সন্ত্রাসবাদ লড়াইয়ের আহবান জানিয়েছেন তিনি। ফাঁকা ধমকানি চমকানি কমিয়ে এবার সুর নরম ভুট্টোর।
আরও পড়ুন- চরম তাপপ্রবাহ, বন্ধ হল আইফেল টাওয়ার! ভয়ঙ্কর পরিস্থিতি ইউরোপে
বিলাওয়াল ভুট্টোর বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য পাকিস্তান ভারতের সঙ্গে একটি ঐতিহাসিক, অসাধারণ অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। সংঘর্ষের পরিবর্তে সহযোগিতার উপর জোর দিয়ে তিনি আরও বলেন, প্রতিপক্ষ হিসেবে শূন্য-সমষ্টির খেলা খেলছে না, বরং প্রতিবেশী হিসেবে তারা উগ্রবাদের মহামারি থেকে কোটি কোটি মানুষকে বাঁচাতে চাইছে। এটা তাদের নৈতিক দায়িত্ব। ভুট্টো ভারতের নেতৃত্বকে সংঘাতমূলক মনোভাব পরিত্যাগের আহ্বান জানিয়েছেন।
ভুট্টোর বক্তব্য, ভারতের নেতৃত্বের কাছ থেকে যা প্রয়োজন তা হলো, মাথা উঁচু পাকিস্তানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা। বিলাওয়াল তাঁর ভাষণে কাশ্মীর ও সিন্ধু জল চুক্তি দীর্ঘস্থায়ী বিরোধগুলি সমাধানের গুরুত্বের উপরও জোর দেন।
বিলাওয়াল ভুট্টো বলেন, উভয় দেশকেই তাদের দেশের জনগণের কথা ভাবা উচিত। তাদের দাবি, তাদের সুবিধা-অসুবিধার দিকে খেয়াল রাখা উচিত। কাশ্মীর সমস্যা (Kashmir Issue) সমাধানের আহবান সহ সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) সম্পর্কিত উত্তেজনা হ্রাসের পক্ষে কথা বলেন তিনি। ভুট্টো বলেন, আসুন আমরা হিমালয়ের মতো শক্তিশালী শান্তি গড়ে তুলি, সিন্ধু সভ্যতায় প্রোথিত ঐতিহ্যের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাত বাড়ানো দুর্বলতা নয়, এটি প্রজ্ঞা।”
দেখুন আরও খবর-