Sunday, November 16, 2025
HomeScrollকোন ক্রিকেটারদের রিটেন করল ফ্র্যাঞ্চাইজিগুলি! দেখুন তালিকা...
IPL

কোন ক্রিকেটারদের রিটেন করল ফ্র্যাঞ্চাইজিগুলি! দেখুন তালিকা…

কোন কোন ক্রিকেটারদের ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি? দেখে নিন পুরো তালিকা...

ওয়েব ডেস্ক : আগামী আইপিএল মরশুমের আগে বড়সড় রদবদল করল ফ্র্যাঞ্চাইজিগুলি( IPL franchises) । রিলিজড ও রিটেইনড ক্রিকেটারদের তালিকা ঘোষণা করল ১০টি দল। ইতিমধ্যে আগামী মরশুমের জন্য নিজেদের ঘর সাজাতে একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে চর্চার বিষয় হয়ে উঠেছে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও সঞ্জু স্যামসনের (Sanju Samson) মধ্যে ট্রেড। কারণ দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে জাদেজাকে ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তিনি যাচ্ছে রাজস্থান রয়্যালসের কাছে। আর তাঁর পরিবর্তে সিএসকেতে আসছেন সঞ্জু স্যামসন। তবে এই ট্রেড ব্যালেন্স করতে স্যাম করণকেও রিলিজ করা হয়েছে। এমনকি বহু বছর ধরে ভরসা দেওয়ার পর আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সও।

দেখে নেওয়া যাক, কোন কোন ক্রিকেটারদের রিলিজ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি….

চেন্নাই সুপার কিংস (CSK):

রাহুল ত্রিপাঠী, বংশ বেদী, সি আন্দ্রে সিদ্ধার্থ, রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, স্যাম কারান (ট্রেড), রবীন্দ্র জাদেজা (ট্রেড), দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশিদ, কমলেশ নাগরকোটি, মাথিশা পাঠিরানা

দিল্লি ক্যাপিটালস (DC):

ফাফ ডু প্লেসিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরা (ট্রেড), সেদিকুল্লাহ অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডে

গুজরাট টাইটান্স (GT):

শেরফেইন রাদারফোর্ড (ট্রেড), মহিপাল লোমরোর, করিম জানাত, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েটজি, কুলবন্ত খেজরোলিয়া

কলকাতা নাইট রাইডার্স (KKR):

আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, মইন আলি, অনরিখ নর্খিয়া, মায়াঙ্ক মারকান্ডে (ট্রেড)

লখনউ সুপার জায়ান্টস (LSG):

আর্যন জুয়াল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শার্দুল ঠাকুর (ট্রেড), আকাশ দীপ, রবি বিষ্ণোই, শামার জোসেফ

মুম্বই ইন্ডিয়ান্স (MI):

সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিথ, করণ শর্মা, অর্জুন তেন্ডুলকর, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস, ভিগনেশ পুথুর

পাঞ্জাব কিংস (PK):

গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, কুলদীপ সেন

রাজস্থান রয়্যালস (RR):

সঞ্জু স্যামসন, নীতীশ রানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):

স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগারওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভাণ্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি, মোহিত রাঠে

সানরাইজার্স হায়দরাবাদ (SRH):

মহম্মদ শামি (ট্রেড), অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, ভিয়ান মুলডার, অভিনব মনোহর, অথর্ব তাইডে, সচিন বেবী

আরও খবর : হাতে ৬৪.৩ কোটি! মিনি-নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR?

এবার দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটারদের রিটেন করল ফ্র্যাঞ্চাইজিগুলি…..

চেন্নাই সুপার কিংস (CSK)

রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, এম এস ধোনি, ডিওয়াল্ড ব্রেভিস, উরভিল প্যাটেল, শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নুর আহমেদ, খলিল আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং, শ্রেয়াস গোপাল, মুকেশ চৌধুরী, নাথান এলিস।

ট্রেড করে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসন-কে।

দিল্লি ক্যাপিটালস (DC):

অক্ষর প্যাটেল (অধিনায়ক), কেএল রাহুল, অভিষেক পোরেল, ত্রিস্তান স্টাবস, করুণ নায়ার, সমীর রিজভি, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, অজয়​মণ্ডল, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার, দুশমন্থা চামিরা।

ট্রেড করে নেওয়া হয়েছে নীতীশ রানা-কে।

গুজরাট টাইটান্স (GT):

শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, কুমার কুশাগরা, অনুজ রাওয়াত, জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া, কাগিসো রাবাদা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণা, ইশান্ত শর্মা, গুরনুর সিং ব্রার, রশিদ খান, মানব সুথার, সাই কিশোর, জয়ন্ত যাদব।

কলকাতা নাইট রাইডার্স (KKR):

অজিঙ্ক রাহানে, সুনীল নারিন, রিঙ্কু সিং, আংক্রিশ রঘুবংশী, মনীশ পাণ্ডে, বরুণ চক্রবর্তী, লুবনিথ সিসোদিয়া, রহমানুল্লাহ গুরবাজ, রমনদীপ সিং, অঙ্কুল রায়, রোভমান পাওয়েল, হর্ষিত রানা, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, স্পেন্সার জনসন

লখনউ সুপার জায়ান্টস (LSG):

আব্দুল সামাদ, আয়ুশ বাদোনি, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, হিম্মত সিং, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি, ময়ঙ্ক যাদব, আভেশ খান, মহসিন খান, মণিমারন সিদ্ধার্থ, দিগ্ভেশ রথি, প্রিন্স যাদব, আকশ সিং।

ট্রেড করে নেওয়া হয়েছে মোহাম্মদ শামি-কে।

মুম্বই ইন্ডিয়ান্স (MI):

হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রায়ান রিকলটন, রবীন মিঞ্জ, মিচেল স্যান্টনার, করবিন বোশ, নমন ধীর, জশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, আল্লাহ গফানজার, অশ্বনী কুমার, দীপক চাহার, উইল জ্যাকস।

ট্রেড করে নেওয়া হয়েছে শেরফান রাদারফোর্ড (গুজরাট টাইট্যান্স), মায়াঙ্ক মার্কন্ডে (কেকেআর), শার্দুল ঠাকুর (এলএসজি)-কে

পাঞ্জাব কিংস (PK):

প্রভসিমরান সিং, প্রিয়ংশ আর্য, শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, হারপ্রীত ব্রার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মুশির খান, প্যালা অবিনাশ, হারনূর পান্নু, সূর্যাংশ শেগরে, মিচেল ওয়েন, জেভিয়ার বার্টলেট, লকি ফার্গুসন, বৈশাক বিজয়কুমার, যশ ঠাকুর, বিষ্ণু বিনোদ

রাজস্থান রয়্যালস (RR):

শুভম দুবে, বৈভব সূর্যবংশী, কুণাল রাঠোর, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যুধবীর সিং চরক, জোফরা আর্চার, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া সিং, তুষার দেশপাণ্ডে, ফজল ফারুকি, কেওয়েনা মাফাকা, অশোক শর্মা, নান্দ্রে বার্গার।

ট্রেড করে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজা, স্যাম করণ-কে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB):

রজত পতিদার (অধিনায়ক), বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, ক্রুনাল পাণ্ডিয়া, স্বপ্নিল সিং, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জ্যাকব বেথেল, জোশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, রাশিখ সালাম, অভিনন্দন সিং এবং সুয়াশ শর্মা।

সানরাইজার্স হায়দরাবাদ (SRH):

প্যাট কামিন্স (অধিনায়ক), ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত বর্মা, আর স্মারন, ইশান কিশান, হেনরিক ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্দু মেন্ডিস, হর্ষল প্যাটেল, ব্রাইডন কারসে, জয়দেব উনাদকাট, এশান মালিঙ্গা, জিশান আনসারি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News