Placeholder canvas

Placeholder canvas
Homeরাজনীতিদলে থেকে কাজ করতে না পেরে তৃণমূলে ফিরলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ

দলে থেকে কাজ করতে না পেরে তৃণমূলে ফিরলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ

Follow Us :

কলকাতা: ভোটের আগে দলে থেকে অনেকেই কাজ করতে পারছিলেন না বলে তৃণমূল(TMC) ছেড়েছিলেন। যাদের সকলেরই গন্তব্য ছিল পদ্ম শিবির। ভোটের পরে অবশ্য ছবিটা বদলে গিয়েছে। বহু রাজনৈতিক ব্যক্তি এখন বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন। তেমনই বাগদার বিজেপি বিধায়ক মঙ্গলবার হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা।

‘দলে থেকে কাজ করতে না পারা’র কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস(Biswajit Das)। তবে এক্ষেত্রে দল বলতে বিজেপিকে বোঝাতে চেয়েছেন তিনি। একসময়ে তৃণমূলের সঙ্গেই ছিলেন বিশ্বজিৎ দাস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে তিনি যোগ দেন বিজেপি শিবিরে। দিল্লিতে গিয়ে গায়ে গেরুয়া নামাবলী চাপিয়ে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- অনাস্থা ভোটে তৃণমূলের দখলে পঞ্চায়েত, গ্রেফতার বিজেপি’র যুব মোর্চার সদস্য

একুশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বাগদা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করে বিজেপি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই কেন্দ্র থেকে জয় হাসিল করেন বিশ্বজিৎ। সেই ফলাফল ঘোষণার চার মাসের মাথায় দলবদল করে ফের তৃণমূল শিবিরে নাম লেখালেন বাগদার বিধায়ক। এদিন পুরনো দলে ফিরে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর মতে, “বিজেপিতে কাজ করার পরিবেশ নেই।”

পদ্ম শিবিরে নাম লেখানো ভুল হয়েছিল বলেও দাবি করেছেন বিশ্বজিৎ দাস। তাঁর মতে, “পুরনো দলে ফিরে যাওয়ার পরে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেছেন, “ভুল বোঝাবুঝির কারণে দল বদল করেছিলাম। সেই সিদ্ধান্ত ভুল ছিল। নিজের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে এলাম।” জনপ্রতিনিধির কাজ মানুষের পাশে থেকে উন্নয়ন করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সেই কাজ মন দিয়ে করবেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ দাস।

আরও পড়ুন- নজরে শিক্ষার ‘বিশ্বায়ন’, সিলেবাস পরিবর্তনের ভাবনা রাজ্যের

একুশের বিধানসভা নির্বাচনের আগে এই বিশ্বজিতের তৃণমূলে যোগের জল্পনা তৈরি হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-এর সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ। সেই বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকের মতো উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন। যদিও ভোটের আগে বিজেপিতেই ছিলেন ওই দুই বিজেপি বিধায়ক।

কাকলি-পার্থ

মঙ্গলবার তপসিয়ার তৃণমূল ভবনে বাগদার বিধায়ক বিশ্বজিতের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন বাগদার বিজেপি বিধায়কের সঙ্গে একজন প্রাক্তন কাউন্সিলর এবং আরও জনা কয়েক রাজনৈতিক কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Abhishek Banerjee | ঘাটালে দেবের প্রচারে অভিষেক, নাম না করে হিরণকে আক্রমণ
03:05
Video thumbnail
Contai | কাঁথির বালিসাইতে বিজেপির উপর 'হামলা', মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
01:48
Video thumbnail
ED | ফের প্রশ্নের মুখে ইডির ভূমিকা, বিরোধীশূন্য সরকার গড়তেই কি ইডি-তাস বিজেপির?
02:29
Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে এগিয়ে কোন দল?
06:34
Video thumbnail
Abhijit Ganguly | কমিশনে উত্তর দেব, মুখ্যমন্ত্রীর দাম নিয়ে 'কুকথা' অভিজিতের
02:56
Video thumbnail
Somenath Shyam | 'শান্তি ফেরাতে হলে পার্থকে ভোট দিতেই হবে', কলকাতা টিভির মুখোমুখি সোমনাথ শ্যাম
05:06
Video thumbnail
Suvendu Adhikari | 'মামলা, হামলা করে পার পাবে না তৃণমূল', কাঁথিতে পুলিশকে হুমকি শুভেন্দুর
06:49
Video thumbnail
Tapas Roy | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, তাপস রায়কে 'গো ব্যাক' স্লোগান
04:36
Video thumbnail
Loksabha Election | এবার ভোটেও শুরু হল পুরস্কার প্রদান, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে পুরস্কার
01:08
Video thumbnail
Baranagar BJP | বরানগরে বিজেপির সভায় ধুন্ধুমার, বিজেপি-তৃণমূল হাতাহাতি, ধস্তাধস্তি
06:53