Thursday, July 3, 2025
Homeদেশরেকর্ড গড়ে করোনায় মৃত্যু শূন্য  মুম্বাই

রেকর্ড গড়ে করোনায় মৃত্যু শূন্য  মুম্বাই

Follow Us :

মুম্বাইঃ করোনায় মৃত্যুর শূন্য  মুম্বাই। এ যাবত এই প্রথম মুম্বাইয়ে মৃতের সংখ্যা শূন্য  স্থানে। গতবছর যে হারে সংক্রমনের শীর্ষে ছিল মুম্বাই। সেই জায়গায় দাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা শূন্য  করে রেকর্ড গড়ল মুম্বাই। মৃত্যুর নিরিখেই শূন্যস্থানে নয় গোটা কোভিড রিপোর্টের নিরিখে স্বস্তিতে শহর মুম্বাই। কমেছে সংক্রমণের হার ১.২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায়  সংক্রমিতের সংখ্যা ৩৬৭ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৩০ জন এবং সুস্থতার হার ৯৭ শতাংশ।

আরও পড়ুন ৪৮ ঘণ্টায় তৃতীয় হামলা, কাশ্মীরে খুন ভিন রাজ্যের ২ শ্রমিক 

করোনার প্রকোপে সবথেকে জর্জরিত হয়েছিল এই শহর ফলে দেশের সবথেকে আর্থিক ক্ষতিগ্রস্ত শহর গুলির মধ্যে অন্যতম ছিল মুম্বাই। যা কাটিয়ে মৃত্যু শূন্য  হয়ে উঠেছে বাণিজ্যনগরী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে  একদিনে ১১ হাজারেরও বেশি কেস ধরা পড়েছিল এই শহরে। এমনকি মৃত্যুও রেকর্ড গড়েছিল মুম্বাইয়ের কোভিড মৃতের সংখ্যা। কিন্তু গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য মন্ত্রকের করোনার রিপোর্ট অনুযায়ী সবচেয়ে কম সংক্রমিতের সংখ্যা ধরা পড়েছে এদিন।

আরও পড়ুন  এক মাস পিছোল কলকাতা লিগ ফাইনাল

এ পর্যন্ত মুম্বাইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৫০ হাজার ৮০৮জন  এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ হাজার ১০৮ জন। তবে করোনার এই রিপোর্টে মৃত্যুর সংখ্যা শূন্য  ও আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ স্বস্তিতে বাণিজ্যনগরী।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39