Thursday, July 3, 2025
Homeদেশমঙ্গলসূত্রের বিজ্ঞাপনে কট্টর হিন্দুদের কোপ, সেই সব্যসাচীর শাড়িতেই পদ্মশ্রীর মঞ্চে কঙ্গনা

মঙ্গলসূত্রের বিজ্ঞাপনে কট্টর হিন্দুদের কোপ, সেই সব্যসাচীর শাড়িতেই পদ্মশ্রীর মঞ্চে কঙ্গনা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক : বিখ্যাত বাঙালি পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরে অভিনেত্রী কঙ্গনা রানওয়াত পদ্মশ্রী পুরস্কার নিলেন৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নেনে কঙ্গনা। সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি ক্রিম ও সোনালী রঙের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন কঙ্গনা রানওয়াত। মাথায় দুটো খোঁপা করে মানানসই কানের দুল পরেছিলেন। সঙ্গে ছিল চকলেট রঙের পিঠ খোলা ব্লাউজ। যে ব্লাউজের  হাতে সোনালি কারুকার্য।  

আর এখানেই প্রশ্ন উঠতেই পারে কঙ্গনার এই নজরকাড়া লুক নিয়ে সমস্যা কোথায় ?

আসলে ইনি সেই সব্যসাচী মুখোপাধ্যায় যার তৈরি করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন নিয়ে দিন কয়েক আগেই আগেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল। ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের তৈরি মঙ্গলসূত্রের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সব্যসাচী। সেখানে যে মডেলদের গলায় মঙ্গলসূত্র রয়েছে, তাঁদের পোশাক নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কারণ, বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মডেলরা অন্তর্বাস পরে আছেন। খোলামেলা পোশাকের কারণে বিজ্ঞাপনটিকে ‘অশ্লীল’ বলে আক্রমণ করেন সকলে।

আরও পড়ুন – ৫০ দিন চেয়েছিলেন মোদি, নোটবন্দির পাঁচ বছরে ফিরে এল মানুষের দুর্দশার ছবি

কট্টর হিন্দুপন্থী দের কোপে পড়েছিলেন তিনি। সেলিব্রিটি ডিজাইনারকে ২৪ ঘণ্টার মধ্যে ওই বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন মধ্যপ্রদেশের পুলিশ মন্ত্রী নরোত্তম মিশ্র৷ নইলে তাঁর বাড়িতে পুলিশ পাঠাবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন৷ ওই হুমকির পর বিজেপির চাপে ডাবর, ফ্যাব ইন্ডিয়ার পথেই হেঁটেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়৷ মঙ্গলসূত্রের বিতর্কিত বিজ্ঞাপনটি শেষ পর্যন্ত সরিয়ে দিয়েছিলেন তিনি৷

এই সব্যসাচী মুখোপাধ্যায় কঙ্গনার শাড়িটি ডিজাইন করেছেন। তাঁর ইন্সটাগ্রাম পেজ থেকেও কঙ্গনার এই লুক পোস্ট করেছেন সব্যসাচী নিজে। ছবিগুলিতে ভিন্ন ভঙ্গিমায় নিজস্ব ছন্দে ধরা দিয়েছেন কঙ্গনা। যদিও গেরুয়া শিবিরের হয়ে বার বার মুখ খুলতে দেখা গিয়েছে অভিনেত্রী কঙ্কনাকে। করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর ঢালাও প্রশংসা।

যে কোনও পরিস্থিতিতেই বিজেপির হয়ে কথা বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। নিজেকে কট্টর হিন্দু বলেই দাবী করেন তিনি। বহুবার সনাতনী হিন্দু বলে পরিচয় দিয়েছেন কট্টরপন্থীদের মুখ হয়ে উঠেছেন তিনি। সেখানে দিন কয়েক আগেই বিতর্কে জড়ানো পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরেই তাঁকে দেখা গেল পদ্মশ্রীর মঞ্চে। এখন প্রশ্ন এটাই তবে কী কঙ্কনার পিঠ খোলা ব্লাউজ নিয়েও এবার রে রে করে উঠবেন কট্টরপন্থী বিজেপি সমর্থকেরা ?

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39