পুরুলিয়া : নিম্নচাপের জেরে পুরুলিয়ায় সকাল থেকে টানা বৃষ্টি। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টিতে সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে হঠাৎ অনাবৃষ্টির কারণে সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। সকাল থেকে অফিস কাছারি থেকে শুরু করে সরকারি ও বেসরকারি কাজে মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
নিম্নচাপের জেরেই হাওয়া বদল।গত কয়েকদিনে শীতের আমেজ থাকলেও, রাতারাতি গায়েব আমেজ। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা পুবালি হাওয়া। পুবালি হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সারা বছরই যেন নিম্নচাপ। বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। তবে, নিম্নচাপের মেঘ সরলেই কি জাঁকিয়ে শীত পড়তে চলেছে, কী বলছে হাওয়া অফিস?
রবিবারও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। তবে, সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : উত্তুরে হাওয়া উধাও, কলকাতা সহ জেলায় হালকা বৃষ্টি
এখনই জাঁকিয়ে শীত নয়। শীত আসতে ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামানের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি এর প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পুবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে সপ্তাহের শেষ দিকে। নিম্নচাপ কাটলেই শীত বঙ্গে।