আসানসোল: আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে নীলবাতি লাগানো পুলিসের গাড়ির সঙ্গে মোটরবাইক আরোহীর সংঘর্ষ ঘটল। বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে ভাঙচুর করে ও ইটপাটকেল ছোড়ে। এলাকা কিছুক্ষণ রণক্ষেত্রের চেহারা নেয়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিস বাহিনী পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিস।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি মুকেশ মিশ্র বলেন, পুলিসের গাড়ি খুবই দ্রুতগতিতে ছিল এবং মোটর বাইক আরোহীকে ধাক্কা মেরে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যায়।
আরও পড়ুন- বেলদায় পথ নিরাপত্তা সচেনতা কর্মসূচির মধ্যেই দুর্ঘটনার বলি পুলিসকর্মী