আমেদাবাদ: পাঁচ ফুট লম্বা। সোনা, রুপো, তামা, পিতল দিয়ে তৈরি। ওজন সাড়ে ১১ কেজি। নাম ‘অজয়বাণ’। না, এরকম কোনও বাণ দিয়ে রাবণবধ করেননি রাম। কিন্তু, গুজরাতের আমেদাবাদের কিছু অত্যুৎসাহী যুবক এরকম একটি বাণ তৈরি করেছেন। যা নিয়ে যাওয়া হবে মন্দির উদ্বোধনের আগেই, অযোধ্যায়। আজ, সোমবার থেকে সেই ‘অজয়বাণ’ ভক্তকুলের দর্শনের জন্য রাখা হয়েছে। থাকবে ৭ জানুয়ারি পর্যন্ত।
রামভক্ত দীপেশ প্যাটেল জানান, যজুর্বেদের ধনুর্বেদ বিভাগে প্রাচীনকালে ব্যবহৃত তিরের বর্ণনা রয়েছে। আমরা সেই বর্ণনা অনুযায়ী এই বাণ তৈরি করেছি। অম্বাজির লোকগান, গব্বর পর্বত এবং সংলগ্ন এলাকার প্রচলিত রামায়ণী গানে এই রকম বাণের কথার উল্লেখ রয়েছে। বনবাসে যাওয়ার সময় রাম-লক্ষ্মণ যখন অর্বুদা জঙ্গল পেরিয়ে যাচ্ছিলেন, তখন এক মুনির সঙ্গে তাঁদের সাক্ষাৎ ঘটে।
আরও পড়ুন: কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটিতে ভিড় ভক্তদের
সেই মুণী তাঁদের দেবী জগদম্বার কাছে নিয়ে যান। দেবী জগদম্বা রামচন্দ্রকে ‘অজয়বাণ’ উপহার দেন বলে কথিত আছে। সেই বাণ দিয়ে রাম রাবণবধ করেছিলেন বলেও প্রচলিত বিশ্বাস। গত বৃহস্পতিবার অম্বাজি মন্দিরে এই বাণ পুজো দেওয়া হয়। সেখানে জেলাশাসকও পুজো দেন। এদিন থেকে তা সাধারণের দর্শনের জন্য রাখা হয়েছে। আগামী ৮ জানুয়ারি এই ‘অজয়বাণ’কে নিয়ে যাওয়া হবে অযোধ্যায়।
অন্য় খবর দেখুন