Placeholder canvas
HomeIPL 2024বিশ্বকাপজয়ী অধিনায়করা থাকবেন ফাইনালে, ইমরান জেলেই

বিশ্বকাপজয়ী অধিনায়করা থাকবেন ফাইনালে, ইমরান জেলেই

আমেদাবাদ: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটের সবথেকে বড় ট্রফির জন্য লড়বে ভারত এবং অস্ট্রেলিয়া। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লক্ষ ৩২ হাজার দর্শক তারিয়ে তারিয়ে উপভোগ করবে যুযুধান দুই প্রতিপক্ষের দ্বৈরথ। টিভি এবং স্মার্টফোনের স্ক্রিনে চোখ রাখবে আরও কোটি কোটি মানুষ। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত থাকবেন নেতা-মন্ত্রী থেকে বিনোদন জগতের তারকারা। শোনা যাচ্ছে, আইসিসি-র তরফে আমন্ত্রণ জানানো হয়েছে অতীতের বিশ্বকাপ জয়ী অধিনারকদেরও।

১৯৭৫ ও ১৯৭৯-এ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড, ৮৩-র কপিল দেব, ৮৭-র অ্যালান বর্ডার, ৯৬-এর অর্জুনা রণতুঙ্গা, ৯৯-এর স্টিভ ওয়া, ২০০৩ ও ২০০৭-এর রিকি পন্টিং, ২০১১-র মহেন্দ্র সিং ধোনি, ২০১৫-র মাইকেল ক্লার্ক এবং ২০১৯-এর এয়ন মর্গ্যান, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়নি কারণ তিনি এই মুহূর্তে জেলবন্দি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গাও আসবেন কি না নিশ্চিত না। কারণ কিছুদিন আগেই বিসিসিআই সচিব জয় শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। রণতুঙ্গা বলেছিলেন, লঙ্কান ক্রিকেটের এই দুর্দশার জন্য দায়ী জয় শাহ। তিনি এও বলেন, জয় শাহের ক্ষমতার একমাত্র উৎস তাঁর বাবা অমিত শাহ যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: নেই অ্যাম্বল্য়ান্স, রোগীকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে উদ্দেশে ২ যুবক

শোনা যাচ্ছে, প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়কদের বিশেষ ব্লেজার উপহার দেওয়া হবে এবং তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হবে। কথা রয়েছে গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত সঙ্গিতশিল্পী দুয়া লিপার পারফর্ম করার। যদিও আইসিসি-র তরফে এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ম্যাচ শুরুর আগে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ এরোব্যাটিক্স টিম এয়ার শো করবে তা নিশ্চিত। শুক্র ও শনিবার তারা মহড়া দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments