আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের গোপালপুর চা বাগান থেকে বনদফতরের পাতা খাঁচায় বন্দি হয়েছে একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। বেশ কিছুদিন ধরেই গোপালপুর চা বাগানের মোহনপুর এলাকায় লেপার্ডের আনাগোনা টের পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবিতেই বনদফতর ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। তাতেই রবিবার ভোরে ধরা পড়ে ওই লেপার্ডটি। জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা গোপালপুর চা বাগানের মোহনপুর এলাকার চার নম্বর সেকশন থেকে খাঁচা বন্দি লেপার্ডটিকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে গেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফের জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বনকর্তারা।
Html code here! Replace this with any non empty text and that's it.