Thursday, July 3, 2025
HomeCurrent Newsভারতের তত্বাবধানে টি টোয়েন্টি বিশ্বকাপও মরু শহরে

ভারতের তত্বাবধানে টি টোয়েন্টি বিশ্বকাপও মরু শহরে

Follow Us :

সময় চেয়ে নেওয়া হয়েছে ২৮ জুন পর্যন্ত। কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পালন নিয়ে নিজেদের সিধ্যান্ত নিয়েই ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এন্ড কোং। ভারতে নয় টুর্নামেন্টটি ভারত করতে চলেছে মরু শহরে। আরব আমির শাহিতে। সঙ্গে নেওয়া হতে পারে মাসকটকেও।
সরকারিভাবে এখনও জানানো হয়নি আইসিসিকে। কিন্তু ভারত , আরব আমির শাহি এমনকি মাসকাট – সকলে একমত হতে পেরেছে।

ভারতে কভিড অতিমারীতে বিশ্বকাপ করা না গেলে প্রথম ব্যাকআপ হিসাবে বরাবরই আমিরশাহির তিন ভেন্যু আবু ধাবি, শারজা এবং দুবাইকে রাখা হয়েছিল। তবে এই তালিকায় চতুর্থ ভেন্যু হিসাবে করা হতে চলেছে ওমানের রাজধানী মাসকটও। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আইসিসির বোর্ড মিটিংয়ে সরকারিভাবে বিসিসিআইয়ের তরফে সময় চেয়ে নেওয়া হলেও বোর্ড এ-ও জানিয়ে দিয়েছে, আমিরশাহি, ওমানে টি২০ বিশ্বকাপ আয়োজন করা হলে তাদের কোনো সমস্যা নেই –যদি আয়োজক স্বত্ত্ব ভারতকেই দেওয়া হয়।”

ইতিমধ্যে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রচার মাধ্যমে বলা শুরু করে দিয়েছে, টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যাচ্ছে ভারত থেকে। বরাবরই পাক ক্রিকেট বোর্ড চাপ সৃষ্টি করছিল, ভারতীয় বোর্ডের উপর। পাক দলের নিরাপত্তা নিয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতি যেমন আগে থেকে চাইছিল, তেমনি ভিসা সংক্রান্ত ছাড়পত্র নিয়েও বার বার আইসিসির কাছে দরবার করছিল। ভারতীয় বোর্ড মরু শহরে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়ায়, পাক বোর্ডের বিরোধীতা আর কাজে এল না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এখন রয়েছেন দুবাইয়ে। সঙ্গে আছে বিসিসিআইয়ের আরও কিছু কর্তা এবং সিনিয়র স্টাফ। যাবতীয় পরিকাঠামো আর নিয়ম কানুন মেনে কাগজপত্র আদানপ্রদান পর্ব সারার কাজ চলছে। দুবাইয়ে আইসিসির সদর দপ্তর। ফলে ভারতীয় বোর্ড সভাপতি দ্রুত সিধ্যান্ত নিতে পারছেন সামনা সামনি বসে কথা বলে।

আরব আমির শাহির সঙ্গে মাসকাট কেন? আই সি সির পরামর্শ টি টোয়েন্টি বিশ্বকাপ চারটি মাঠে করার। তাই মাসকাটকে নিয়ে ভাবনার শুরু। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, যোগ্যতা নির্ণায়ক পর্যায়ের ম্যাচগুলো হবে মাসকাটে।

বিসিসিআই কর্তারা ঘোর অনিশ্চয়তায়, ভারতে কভিডের তৃতীয় সংক্রমণ নিয়ে। টি টোয়েন্টি বিশ্বকাপের সময় যদি তা দেশে আঘাত হানে , তাহলে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে মানেই জটিল অবস্থা তৈরি হওয়া। এবার আইপিএল বন্ধ হওয়ার পর বিদেশী ক্রিকেটারদের যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল। তাই অনেক বিদেশী ক্রিকেটার সতর্ক হয়ে ভারতে খেলতে আসতে নাও পারে। আইসিসি কর্তাদের সঙ্গে কথা বলে, তাই ভারতীয় বোর্ড আয়োজনের দায়িত্বও নিজেদের হাতে রেখে, আরব দুনিয়াকে বেছে নিয়েছে।

আই পি এল পার্ট টু নিয়েও চূড়ান্ত প্রস্তুতি সারা হচ্ছে। ১৭ না ১৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে, তা চূড়ান্ত হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের টি টোয়েন্টি টুর্নামেন্টের ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি। বিসিসিআয়ের টুর্নামেন্ট এগিয়ে আনার অনুরোধ পেয়ে তারা সেই পরিবর্তনের কাজ সারছে। তা ঠিক হলেই বিসিসিআই আইপিএল সূচি প্রকাশ করে দেবে।

ইতিমধ্যে আবার কেকেআরের তারকা বিদেশী ক্রিকেটার কামিন্স দলের সিনিয়র দীনেশ কার্তিকের সঙ্গে সোশ্যাল মিডিয়া চ্যাট শোতে আবার জানিয়ে দিয়েছেন, পার্ট টু খেলতে আসছেন না। ইংল্যান্ড জানিয়েছে, তাদের জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়বে না। ফলে, ইংল্যাণ্ডের ওয়ান ডে অধিনায়ক ইয়ন মরগান এই পর্বে কেকেআরের হয়ে খেলতে পারবেন না। ফলে, আবার নুতন নেতা বাছতে হবে কিং খানের দলকে।

এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার দুবাই থেকে ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ রেসিং কার চালানোর অভিজ্ঞতা নিলাম। কী প্রচন্ড তাপ তৈরি হয়!’ স্ত্রী ডোনা, মেয়ে সানাও রয়েছেন দুবাইয়ে সৌরভের সঙ্গে। ১০ জুনে সৌরভের দেশে ফেরার কথা।

ছবি: সৌ – ইনস্টাগ্রাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Video thumbnail
Samik Bhattacharya | রাজ্য সভাপতি হয়ে প্রথম কী বললেন শমীক ভট্টাচার্য? দেখুন Live
00:00
Video thumbnail
American Economy | মার্কিন অর্থনীতিতে মন্দার ছায়া, ক্ষমতা হারাচ্ছেন ট্রাম্প? কী অবস্থা আমেরিকার?
00:00
Video thumbnail
Samik Bhattacharya | Dilip Ghosh | শমীকের সংবর্ধনা মঞ্চেও নেই দিলীপ ঘোষ, কারণ কী? দেখুন বড় খবর
00:00
Video thumbnail
TMC | Election Result | ২৬-এর আগে ফের বিরাট জয় তৃণমূলের, বিরোধীরা কোথায়?
00:00
Video thumbnail
Samik Bhattacharya | বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কী বললেন শুভেন্দু-সুকান্ত?
17:40
Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে মনোজিতের হু/মকির অডিও ক্লিপ কলকাতা টিভির হাতে, দেখুন EXCLUSIVE রিপোর্ট
49:55
Video thumbnail
Kasba Incident | কলেজে দাদাগিরি চালাত মনোজিৎ, চলত মানসিক-শারীরিক নির্যাতন, বি/স্ফো/রক দাবি পড়ুয়ার
07:27
Video thumbnail
Justice Verma | টাকা উদ্ধার কাণ্ডে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার জন্য প্যানেল গঠন
03:36
Video thumbnail
Kasba Incident | কসবা কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের, কী কী নির্দেশ? দেখুন বড় আপডেট
04:49
Video thumbnail
Kasba Incident | অ্যাডমিন মনোজিতের হোয়াটসঅ্যাপ গ্রুপের ছবি কলকাতা টিভির হাতে, কী আছে সেই গ্রুপে?
06:22

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39