skip to content
HomeCurrent Newsনাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আটক অভিযুক্ত

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আটক অভিযুক্ত

Follow Us :

৯ বছরের এক বালিকাকে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা হল জলপাইগুড়ির জেলার মেটেলি গ্রামে৷ অভিযুক্তকে আটক করেছে মেটেলি থানার পুলিশ৷ শুক্রবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যায় ৯ বছরের ওই নাবালিকা। এইসময় তাকে ওই ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ৷ বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে তারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায়। ওই ব্যক্তিকে মারধর শুরু করেন ক্ষিপ্ত বাসিন্দারা। এরপর মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নাবালিকা মেয়েটির সঙ্গে অসৎ কাজ করার উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

Most Popular