কলকাতা: ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হুগলি (Hooghly Lok Sabha)। মঙ্গলবার সকাল থেকেই হুগলি লোকসভা কেন্দ্রে ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee) ও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে চলছিল হাড্ডাহাড্ডি লড়াই।
কখনও লকেট আবার কখনও বা রচনা, মাত্র কয়েক হাজারের ব্যবধানে চলছিল লড়াই। বেলা দুটোর পর অবস্থান অনেকটাই পরিষ্কার হয়ে যায়। অবশেষে মঙ্গলের বিকেলে জানা গেল ফলাফল, রচনার চওড়া হাসির কাছে হার মানতেই হল গেরুয়া শিবিরকে। লকেটকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: লোকসভা ভোটে বঙ্গে বিপর্যয়, বিজেপিতে প্রশ্নের মুখে শুভেন্দু
সোমবার রচনা জানিয়েছিলেন তিনি বুঝতে পারছেন না ফলাফল কী হবে, তখন লকেট বলেছিলেন তৃণমূল প্রার্থী রাজনীতিতে নতুন। তাই বুঝতে পারছেন না। হুগলি লোকসভা আসনটি আবার মোদিজিকে উপহার দেওয়ার কথাও বলেই বিজেপি প্রার্থী। কিন্তু আশা পূরণ হল না। ন’নম্বর রাউন্ডের শেষে দেখা গেল, রচনা বন্দ্যোপাধ্যায়,. লকেটের থেকে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে গেছেন। আর এক শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে রচনা এবার হুগলির ‘দিদি নম্বর ওয়ান’।
দেখুন ভোটের আরও খবর