কলকাতা: ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরই ডাক্তারি পরীক্ষায় আসতে চলেছে নয়া নিয়ম। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ডাক্তারি পরীক্ষার খাতায় উল্লেখ থাকবে না কোনও পরীক্ষার্থীর নাম। শুধু থাকবে বারকোড এবং কোড নম্বর।
আরও পড়ুন: আবাস যোজনা দুর্নীতি মামলায় হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য
পরীক্ষার সময় পরীক্ষার্থীর বিরুদ্ধে টোকাটুকি বা অন্য কোনও অনিয়মের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে বাতিল হবে অভিযুক্তের খাতা। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আজ, বৃহস্পতিবার এই মর্মে জারি করা হল নির্দেশিকা।
পাশাপাশি জানানো হয়েছে, প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে আছে সিসিটিভি তার মাধ্যমে পরীক্ষা চলাকালীন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে চলবে নজরদারি। এমনকী পরীক্ষার খাতা কোনওভাবেই যাতে ফাঁস না হয়ে যায় তার জন্যেও বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী প্রবেশের আগে তাঁর তল্লাশি নেওয়া হবে। কোনওভাবে তখন যদি অনিয়মের অভিযোগ ওঠে, যেমন পরীক্ষার্থীর সঙ্গে যদি কোন টুকলি থাকে, অথবা ইলেক্ট্রনিক্স গ্যাজেট থাকে তাহলে তখনই সেই পরীক্ষার্থীর খাতা বাতিলের তালিকায় চলে যাবে বলে জানানো হয়েছে।
পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর উত্তরপত্র জমা থাকবে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েই। সেখানেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের খাতা চেক করা হবে বলে জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের পরামর্শে। এই নিয়মাবলি শুরু হতে চলেছে আগামী মাসের পরীক্ষা থেকেই।
দেখুন অন্য খবর: