যেকোন ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকের নজর কেড়েছেন অভিনেতা দেবপ্রিয় মুখোপাধ্যায়।ইদানিং কলকাতার রাজপথ থেকে অলিগলি জুড়ে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হিন্দি ছবি ‘লস্ট ‘ এর শ্যুটিং চলছে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়। এই ছবিতে প্রখ্যাত অভিনেতা পঙ্কজ কাপুরের সঙ্গে একই ফ্রেমে কাজ করতে পেরে আপ্লুত দেবপ্রিয়। তাঁর কথায় , যার অভিনয় দেখে বড় হয়েছেন তিনি, তাঁর সঙ্গে এক ফ্রেম শেয়ার করতে পারার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়।
প্রায় বেশ কয়েকবার অডিশন দিয়ে তবে লস্ট ছবিতে কাজের সুযোগ পেয়েছেন তিনি। প্রথম দিনের শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ” প্রথম দিনের প্রথম সিনটাই ছিল পঙ্কজ স্যারের সঙ্গে, তাই অত্যন্ত নার্ভাস মনে হচ্ছিল, তবে প্রথম সট্ দেওয়ার পরই পঙ্কজ স্যার মনিটরে দেখে অনিরুদ্ধ দাকে বললেন ‘খুব ভাল কাজ করেছে, সবাইকে দেখাও’ , এই কথাটা আমার জন্য পরম পাওয়া। শ্যুটিংয়ের সময় অনেক কিছু শিখতে পারলাম। পঙ্কজ স্যার কোনও শট্ দেওয়ার আগে একশো শতাংশ চরিত্রটি বুঝে তবেই শট্ দেন। প্রপস ব্যপারেও খুবই খুতখুতে। একটা জলের বোতল নিলেও তাঁর চরিত্রর সঙ্গে সেটা কতো মানায়, সেটাই দেখে তবেই ব্যবহার করেন। “
আরও পড়ুন:কিশোর কুমারের বায়োপিক
শ্যুটিংয়ের সময় কাজের বাইরে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে দেবপ্রিয় বলেন, কোভিড এর কারণে খুবই সচেতন ভাবে কাজ করেছেন পঙ্কজ স্যার। তাই শট্ এর সময়েই শুধুমাত্র কথা হয়েছে। শটের মাঝে কিছুটা সময় পাওয়া গেলেও তিনি চরিত্রের মধ্যেই থাকতেন । বার বার রিহার্সাল করার কথা বলতেন। এর থেকে বোঝা যায় এতোদিন অভিনয়ের পরও সেট এ তিনি কতোটা ডিসিপ্লিন মেইনটেন করেন। অভিনয়ের সময় আমরা শুধু নিজের অভিনয়ের কথা ভাবি কিন্তু উনি সহ অভিনেতার দিকেও খেয়াল রাখেন। এই ছবিতে আমার চরিত্র নিয়ে এখনই বিশেষ কিছু বলতে পারবোনা, তবে এটুকুই বলতে পারি এটি একটি মিস্টিরিয়াস চরিত্র। গল্পের গতির সঙ্গে এই চরিত্রটিকে জানা যাবে।
এই ছবির শ্যুটিং এখনও চলছে। তবে পঙ্কজ স্যারের সঙ্গে কাজের অভিজ্ঞতার চিরস্মরণীয় হয়ে থাকবে।” এই ছবির পাশাপাশি এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ” ওয়েব সিরিজ নিয়ে দেবপ্রীয় খুবই আশাবাদী।