কলকাতাঃ রাজ্যে এখন নতুন জালিয়াতি ট্যাব কেলেঙ্কারি। ইতিমধ্যেই ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। রাজ্য সরকারের পক্ষ থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনায় সুবিধার্থে প্রদান করা হয় ট্যাব। কিন্তু অভিযোগ সেই ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে অন্য কারুর অ্যাকাউন্টে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এবার নবান্নের পক্ষ থেকে ট্যাব কাণ্ডে গ্রহণ করা হল নয়া পদক্ষেপ। রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে উপভোক্তাদের টাকা পাঠানোর ক্ষেত্রে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হল নবান্নের পক্ষ থেকে।
জানা যাচ্ছে এবার থেকে “অ্যাকাউন্ট ভ্যালিডেশন”করে তবেই রাজ্যের পক্ষ থেকে পাঠানো হবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। অর্থাৎ, টাকা পাঠানোর আগে অ্যাকাউন্ট নম্বর ও সংশ্লিষ্ট ব্যক্তির নামে অ্যাকাউন্ট আছে কিনা তা যাচাই করা হবে রাজ্যের পক্ষ থেকে, তারপরই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য। এমন সিদ্ধান্তের কথাই জানানও হয়েছে রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে।
আরও পড়ুন: সুখবর! অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বাড়াল রাজ্য
সমস্ত দায়িত্ব সামলাবে অর্থ দফতরের পক্ষ থেকে। অর্থ দফতরের আধিকারিকরা যাচাই করবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে। ট্যাব কেলেঙ্কারি রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে।
শুধুমাত্র তরুণের স্বপ্ন প্রকল্পের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত বলবৎ নয়, কন্যাশ্রী, রুপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পগুলিতেও পড়ুয়াদের “অ্যাকাউন্ট ভ্যালিডেশন” পর্যবেক্ষণ করে তবেই দেওয়া হবে টাকা।
ইতিমধ্যেই মুখ্যসচিব সংশ্লিষ্ট দফতরগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। যেহেতু রাজ্যের বেশিরভাগ প্রকল্পের টাকা ট্রেজারী এর মাধ্যমেই উপভোক্তাদের দেওয়া হয়, সেই কারণেই এই সতর্কতা মূলক পদক্ষেপ নবান্নের।
দেখুন অন্য খবর