Sunday, June 29, 2025
HomeCurrent NewsTMC MLA : ফাঁড়ি ঘেরাও করে পুলিশকে বেঁধে রাখার নিদান চোপড়ার তৃণমূল...

TMC MLA : ফাঁড়ি ঘেরাও করে পুলিশকে বেঁধে রাখার নিদান চোপড়ার তৃণমূল বিধায়কের

Follow Us :

চোপড়া : সন্ত্রাস বন্ধ না করলে রামগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে পুলিশকে বেঁধে রাখার নিদান দিলেন চোপড়া বিধানসভার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।  বুধবার চোপড়া বিধানসভার ইসলামপুরের ভদ্রকালী এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় এমনই মন্তব্য করেন বিধায়ক হামিদুল রহমান।  এছাড়াও বিধায়ক হামিদুল রহমান বলেন, ভদ্রকালী এলাকায় আদিবাসীদের দুই একর জমি স্থানীয় জাকির নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন।  সেই জমি নিয়েই দালালি করছে ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিন্টু বর্মন।

এসআই পিন্টু বর্মনের নাম করে হুঁশিয়ারি দিয়ে এলাকায় শান্তি স্থাপনে মানুষকে একজোট হওয়ার নির্দেশ দেন বিধায়ক।  এসআই পিন্টু বর্মন পক্ষপাতিত্ব করে ভদ্রকালী এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছেন বলেও সরাসরি অভিযোগ করেন বিধায়ক হামিদুল।  পিন্টু বর্মনকে অবিলম্বে ভুল শুধরে নিয়ে নিরপেক্ষতা বজায় রাখার পরামর্শও দিয়েছেন বিধায়ক।  আর যদি পুলিশ পক্ষপাতিত্ব করে আদিবাসীর জমির দালালি করে এলাকায় সন্ত্রাস করে তাহলে ফাঁড়ি ঘেরাও করে পিন্টু বর্মনকে বেঁধে রাখতে এলাকার মানুষ সময় নেবে না বলেও হুঙ্কার দিয়েছেন তিনি।

এসআই পিন্টু বর্মনকে আক্রমণ করেন এদিনের সভায় উপস্থিত কমলাগাঁও সুজালীর অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হক ।  এছাড়াও চোপড়া ব্লক তৃণমুল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ, জেলা যুব নেতা জিয়াউল হক, পঞ্চায়েত সমিতির সদস্য রোশন আলি-সহ একঝাঁক নেতৃত্ব সভায় উপস্থিত হয়ে এলাকার শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানান।

আরও পড়ুন : Amit shah: বাংলায় যাবেন না গেলেই খুন হয়ে যাবেন: শাহ, পালটা দিল তৃণমূল

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39