সুন্দরবন: সীমান্ত থেকে সুন্দরবনে কেন্দ্র-রাজ্যের প্রয়াস। সুন্দরবনের প্রাকৃতিক বিপর্যয় রুখতে ম্যানগ্রোভ প্রাচীরের পর জল সংকট মেটাতে সুন্দরবনের ১০টি ব্লকে ৩০ ফুট উঁচু কয়েকশো উচ্চতর পানীয় জলের পাম্প বসানো হয়েছে। বিনামূল্যে পরিষেবা পাবে কয়েক লক্ষ মানুষ।
প্রতিটি ব্লক পঞ্চায়েত ও গ্রাম সভা স্তরে এই প্রকল্পের বেশকিছু জায়গায় কাজ শেষ হয়েছে। কোনও জায়গায় আর্সেনিক মুক্ত পানীয় জল পেতে শুরু করেছে গ্রামবাসীরা। পাশাপাশি নদীর নোনাজলকে সুমিষ্টি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া মূল লক্ষ্য। বেশ কয়েক বছর ধরে দেখা গিয়েছে আয়লা, আম্ফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় মধ্যে পড়তে হয়েছে সুন্দরবনের মানুষদের। সবচেয়ে সমস্যায় পড়তে হত পানীয় জল। অপরিশোধিত জল খেয়ে বিভিন্ন সময় রোগে আক্রান্ত হত শিশু থেকে প্রবীণরা। এই ছবি দেখা গিয়েছে বারবার। এবার সেই প্রাকৃতিক বিপর্যয়ের হলে তার আগাম প্রস্তুতি নেওয়া হল ব্লক ও পঞ্চায়েত স্তরগুলি।
আরও পড়ুন : Weather Forescast: স্বস্তির খবর দিল হাওয়া অফিস, বুধবার থেকেই কালবৈশাখী কলকাতা-সহ দক্ষিণবঙ্গে