করোনার প্রথম ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। যার ফলে নড়বড়ে হয়েছে দেশের অর্থনীতি। কাজ হারিয়েছেন বহু মানুষ। এমনই রিপোর্ট দিল সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই। তাদের সমীক্ষা রিপোর্ট বলছে, এবারের লকডাউনের জেরে আয় কমেছে প্রায় ৯৭% পরিবারের। চলতি বছরের এপ্রিল মাসে বেকারত্বের হার ছিল ৮%। পরে এই হার বেড়ে মে মাসের শেষে ১২%-এ পৌঁছে যায়। চলতি বছরে লকডাউনের মধ্যে চাকরি হারিয়েছেন ১ কোটির বেশি মানুষ। গত বছর এই সংখ্যাটা ছিল আরও বেশি। ২০ সালের মে মাসে বেকারত্বের হার ছিল ২৩.৫%। কিন্তু এরপর করোনা সংক্রমণ কমে গেলে লকডাউন উঠে গেলেও দেশের অর্থনীতি পুরোপুরি সামাল দেওয়া আগেই করোনার দ্বিতীয় প্রবাহ আছড়ে পরে ভারতে। যে কারণে অর্থনীতি চাঙ্গা হওয়ার জায়গায় আবারও গত বছরের মত নিম্নমুখী হতে চলেছে। সিএমআইই ১.৭৫ লক্ষ পরিবারের ওপর একটি সমীক্ষা চালিয়েছে যার মধ্যে মাত্র ৩% পরিবারের আয় বেড়েছে এই লকডাউনে। প্রায় ৫৫% পরিবারের দাবি, তাদের আয় কমেছে। আর বাকি ৪২% পরিবারের আয় অপরিবর্তিত আছে। ফলে দেশের এই মুদ্রাস্ফীতির সময় অনুযায়ী প্রায় ৯৭ শতাংশ পরিবাবের আয় কমেছে বলে ধরে নিতে হবে বলে জানান সিএমআইই-এর চিফ এগজিকিউটিভ মহেশ ব্যাস।
Html code here! Replace this with any non empty text and that's it.