আসানসোল: তিন লাখের বেশি ভোটে জিতে ইতিহাস গড়েছেন। আর তারপরেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলে উল্লেখ করলেন শত্রুঘ্ন সিনহা। তাঁর কথায়, মমতাই দেশের সবচেয়ে জানদার, শানদার, দমদার নেত্রী।
এই প্রথম আসানসোলে ঘাসফুল ফুটেছে। পরপর দুবার আসানসোল থেকে বাবুল সুপ্রিয়র হাত ধরে বিজেপি জয় পেলেই এইবার ছবিটা পালটে গেল। আর প্রার্থী ঘোষণার সময় যে নামটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। সেই শত্রুঘ্ন সিনহা বললেন, এই জয় বাংলার উন্নয়নের ফসল। তৃণমূল কর্মী সমর্থকেরা যেভাবে হাতে হাত লাগিয়ে লড়াই করেছেন এটা তারই সাফল্য।
এদিনের জয়ের পর আসানসোলের মানুষকে ধন্যবাদ জানিয়ে বিহারীবাবুর মন্তব্য, এখানকার মানুষ আমাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন। তারা যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা পালন করব। একইসঙ্গে প্রাক্তন বিজেপি সাংসদের কটাক্ষ নরেন্দ্র মোদি এবং বিজেপির জনবিরোধী নীতির ফলে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। জিনিষপত্রের দাম বেড়েছে। এর বিরুদ্ধে মমতা বন্দদ্যপাধ্যায় একমাত্র লড়াই করছে। নেত্রী মমতা যে সুযোগ দিয়েছেন তা পালন করলাম।
আরও পড়ুন- Saira Shah Halim: ভোটে হারলেও নৈতিক জয় তাঁরই, দাবি বালিগঞ্জের বাম প্রার্থী সায়রার