Thursday, July 3, 2025
Homeজেলার খবরJalpaiguri: জাতীয় পতাকার বদলে তোলা হল তৃণমূলের পতাকা, অস্বস্তি শাসক দলে

Jalpaiguri: জাতীয় পতাকার বদলে তোলা হল তৃণমূলের পতাকা, অস্বস্তি শাসক দলে

Follow Us :

জলপাইগুড়ি: অত্যুৎসাহের ফল। রবিবার রাজ্যজুড়ে ‘নেতাজি উৎসবে’র দুধে চোনা পড়ল জলপাইগুড়িতে। নেতাজিকে শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলনের বদলে তোলা হল তৃণমূলের পতাকা। এহেন ‘সামান্য ভুল’ অবশ্য চাপা পড়ে থাকেনি। নেতাজিভক্তদের এই কীর্তির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতেই জলঘোলা শুরু হয়েছে শাসকদলের অন্দরে। বিরোধী দল বিজেপিও সুযোগ বুঝে কামড় বসিয়েছে তৃণমূলের দেশপ্রেমের নজিরে।

জাতীয় পতাকা উত্তোলনের আগেই দলীয় পতাকা তোলা হল জলপাইগুড়ি জেলা তৃণমূল কার্যালয়ে। পতাকা উত্তোলন করলেন টাউন ব্লক তৃণমূল সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে৷ বিজেপির অভিযোগ, দলনেত্রীর উচিত এই নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া৷ তৃণমূলের তরফে অবশ্য সাফাই দিয়ে বলা হয়েছে, দুটি পতাকাই তেরঙা হওয়ায় এটা একটা সামান্য ভুল হয়েছে।

আজ, ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন হয়েছে গোটা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও। তবে জলপাইগুড়ি জেলার বাবুপাড়ায় তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বিতর্কে অস্বস্তি পড়েছে রাজ্যের শাসক দল৷ সকালে দলীয় কর্মীদের নিয়ে বাবুপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে টাউন ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় আসেন জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজিকে শ্রদ্ধা জানাতে৷ দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলনের আগে দলীয় পতাকা তুলতে৷প্রায় সঙ্গে সঙ্গে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতর।

আরও পড়ুন- Bhatpara Arjun Singh: ভাটপাড়ায় নেতাজিকে শ্রদ্ধা জানাতে সাংসদ বাধা পাচ্ছেন, সরব সুকান্ত

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39