বাদুড়িয়াঃ বাদুড়িয়ায় নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও এক।ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত কামরুল মণ্ডল। সোমবার ভোর বেলায় কামারুলকে বাদুড়িয়ার থানা এলাকা থেকে গ্রেফতার করে বাদুরিয়া থানার পুলিস।
পুলিস জানিয়েছে, কামরুল মণ্ডলকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাকে পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস।এই নিয়ে মোট তিনজন তরিকুল মণ্ডল, রুহুল আমিন মণ্ডল ও কামরুল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার বসিরহাটের বাদুড়িয়া থানা রাজাপুর ফাঁকা মাঠে রাত সাড়ে নটা নাগাদ হবু বরের সঙ্গে বেরিয়েছিলেন নবম শ্রেণীর ছাত্রী। সেই সময় রাতের অন্ধকারে তিন অভিযুক্ত পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানান নির্যাতিতা।ওই দিন রাতেই বাদুড়িয়া থানায় তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার।
আরও পড়ুন Asansol BJP: আসানসোলের ফল নিয়ে বিজেপির পর্যালোচনা বৈঠকে তুমুল গন্ডগোল
এই অভিযোগের ভিত্তিতেই পুলিস রুহুল আমিন মণ্ডলকে বাদুড়িয়ার রাজাপুর উত্তর পাড়া ও তরিকুল মণ্ডলকে শিমলা দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করে।তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই দুজনকেই পাঁচদিনের পুলিস হেফাজতে নিয়েছে বাদুড়িয়া থানার পুলিস। এই তদন্তের মূল সাক্ষী হিসেবে নির্যাতিতার হবু বরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস, জেলার পুলিস আধিকারিকরা। নির্যাতিতার পরিবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।