দীর্ঘদিন পর খবরের শিরোনামে রাজকুমার রাও।‘ট্র্যাপড’ খ্যাত তারকার আগের ছবি ‘বধাই দো’ মোটেও ভাল ফল করেনি বক্সঅফিসে।যদিও সেই নিয়ে বিশেষ চিন্তা করছেন না রাজকুমার রাও।কারণ তাঁর পাইপলাইনে রয়েছে একাধিক বিগবাজেট ফিল্ম।কিছুদিন আগেই অনুভব সিনহার ছবি ‘ভীড়’-এর শ্যুটিং শেষ করেছেন অভিনেতা।আরও একবার ‘মুলক’ ছবির পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন রাজকুমার রাও।তবে ফিচার ফিল্ম নয়, এটি হতে চলেছে একটি অ্যান্থলজি ফিল্ম।ওটিটির দৌলতে বলিউডে এখন অ্যান্থলজি ফিল্মের দারুণ রমরমা। যেখানে একাধিক পরিচালকের আলাদা আলাদা গল্প মিলে তৈরি হচ্ছে একটি ছবি। ‘লাস্ট স্টোরিজ’ ‘ঘোস্ট স্টোরিজ’,’আজিব দাস্তানস্’ কিংবা ‘আনপসড্’-এর মতো নানা জঁরের অ্যান্থলজি ফিল্মে হাত মেলাচ্ছেন বলিপাড়ার নামজাদা পরিচালকরা।খবর মিলছে এবার করোনা অতিমারির বিরুদ্ধে তৈরি হতে চলেছে একটি অ্যান্থলজি ফিল্ম।আর তাতেই থাকবে অনুভব সিনহার একটি শর্ট ফিল্ম।ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও।চরিত্রটির জন্য নাকি তিনি একদম পারফেক্ট, তাই রাজকুমারকেই ছবির অফার দেন পরিচালক।তাঁর সঙ্গে এখন অনুভব সিনহার দারুণ সম্পর্ক।তাই ছবিতে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন রাজকুমার রাও।এই অ্যান্থলজির অন্য ছবিগুলি পরিচালনা করবেন হনসল মেহতা,কেতন মেহতার মতো দিকপাল পরিচালকরা।
আরও খবর মিলছে,সুধীর মিশ্রার অন্য একটি শর্টফিল্মে একসঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও তাপসী পান্নুকে।ছবির গল্প নাকি একটি সোশিও পলিটিক্যাল ড্রামা।সুধীর মিশ্রার মতো একজন কিংবদন্তীর সঙ্গে কাজ করতে পেরে খুশি তাপসী ও পরমব্রত।