skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরSantiniketan Basanta Utsav: এ বছরও অনিশ্চিত শান্তিনিকেতনের বসন্তোৎসব?

Santiniketan Basanta Utsav: এ বছরও অনিশ্চিত শান্তিনিকেতনের বসন্তোৎসব?

Follow Us :

বোলপুর: এ বছরও অনিশ্চিত শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব। দোলের আর মাত্র ৬ দিন বাকি। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে রবীন্দ্রনাথের আমল থেকে চলে আসা বসন্তোৎসব আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে আশ্রমিক মহলে।

অন্যান্য বছর এই সময়ের মধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে দেয়। কিন্তু এ বছর এখনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বসন্তোৎসব নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। করোনা পরিস্থিতিতে বছর দুয়েক ধরে শান্তিনিকেতনের ঐতিহ্যশালী দুই উৎসব- বসন্তোৎসব ও পৌষমেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই নিয়ে রাজনৈতিক মহলেও টানাপোড়েন কম হয়নি।

এই দুই উৎসবেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায়। বহু দোকান পসরা বসে। স্থানীয় শিল্পী ও ব্যবসাদারদের বেশ কিছু রোজগার বাড়ে। এই যুক্তি দেখিয়ে উৎসব বন্ধ করার বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়। কিন্তু এ বছর করোনার প্রকোপ কমে আসায় এবং স্কুল-কলেজ সহ সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরেও বসন্তোৎসব নিয়ে কর্তৃপক্ষ কুলুপ এঁটে বসে থাকায় সংশয় দেখা দিয়েছে।

আরও পড়ুন: Viswa Bharati: বিশ্বভারতীতে অচলাবস্থা অব্যাহত, পরীক্ষা বয়কট বিক্ষোভকারী পড়ুয়াদের

বিশেষত বেশ কিছু দিন ধরে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে বিশ্বভারতী চত্বর। ঘেরাও-আন্দোলন ছাড়াও পরীক্ষা বয়কটের মত ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে বসন্তোৎসবের মত বিপুল আয়োজন করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে একটি মহলে।

RELATED ARTICLES

Most Popular