Thursday, July 3, 2025
Homeজেলার খবরবিনামূল্যে টিকাদানের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

বিনামূল্যে টিকাদানের ব্যবস্থা স্বেচ্ছাসেবী সংস্থার

Follow Us :

শিলিগুড়ি: চারিদিকে টিকার জন্য হাহাকার। সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এক টিকা কেন্দ্র থেকে অন্য টিকা কেন্দ্রে ঘুরে হয়রানির শিকার বহু মানুষ। এমন পরিস্থিতিতে বিনামূল্যে টিকা দানের ব্যবস্থা করল নিউ জলপাইগুড়ি যুবভারতী স্বেচ্ছাসেবী সংস্থা।

রবিবার ওই সংস্থার ব্যবস্থাপনায় রাজ্য সরকারের সহযোগিতায় টিকাকরণ শুরু হয়েছে৷ এ দিন শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ির পুরো প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। উপস্থিত ছিলেন পুরো প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত, কোভিড কেয়ার নেটওয়ার্কের ডঃ অনির্বাণ রায় ও ডঃ শংখ সেন প্রমুখ। সংস্থার সদস্যরা জানান, প্রথম দিনের কর্মসূচীতে ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। প্রথম দফায় মোট ১৫০০ জনকে এই শিবির থেকে  টিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় আরও ১৫০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39