Friday, July 5, 2024

Homeজেলার খবরHowrah Corona: একলা করোনা-যুদ্ধে প্রচার অশীতিপর ‘চারণকবি’র

Howrah Corona: একলা করোনা-যুদ্ধে প্রচার অশীতিপর ‘চারণকবি’র

Follow Us :

হাওড়া: রাজ্যে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে (Omicron) আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। হাওড়াতেও করোনা গ্রাফ বৃদ্ধি পাচ্ছে। মানুষকে সচেতন করার জন্য রাজ্য সরকার, পুলিস প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও হুঁশ (Covid-19) ফিরছে না আমজনতার। মাস্ক ছাড়াই ঘুরেফিরে বেড়াচ্ছেন তাঁরা। কোনও সচেতনতাই নেই জনসাধারণের মধ্যে।

এবার তাই মানুষের ভিতর হুঁশ ফেরাতে পথে নামলেন এক অশীতিপর বৃদ্ধ। তাও এমনি নয়, একেবারে চারণকবির মতো রীতিমতো গান বেঁধে বাজারে বাজারে প্রচার করে বেড়াচ্ছেন তিনি। আর তাঁর এই প্রয়াস দেখে হতবাক হয়েছেন অনেকেই। তাঁর ডাকে সাড়া দিয়ে লজ্জায় পড়ে তড়িঘড়ি মাস্ক পরে নিতেও দেখা গেল অনেককে।

নাম রণজিৎ বন্দ্যোপাধ্যায়। বয়স ৮৫। করোনা নিয়ে বেআক্কেল মানুষের মধ্যে চেতনা ফেরাতে গান লিখে ফেলেছেন। তাতে সুরও বসিয়েছেন নিজেই। সেই লেখা ও সুর করা গানের মাধ্যমে বালি, বেলুড় এবং লিলুয়াতে টোটো রিকশয় চেপে মাইক লাগিয়ে বিভিন্ন বাজার, জনবহুল এলাকায় সচেতনতার বার্তা দিলেন! তাঁর এই একলার উদ্যোগ দেখে সাতসকালে থমকে দাঁড়ালেন বাজার করতে আসা মানুষ। অনেককেই তাঁর এই প্রয়াসের প্রশংসা করতে শোনা গেল। রণজিৎবাবু বললেন, করোনা যেভাবে থাবা বসাচ্ছে, তাতে এখনই সকলকে সতর্ক হতে হবে। কিন্তু, অনেকেই তা বুঝতে চাইছেন না। তাই তিনি ঠিক করেছেন, গানের মাধ্যমে এই বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছবেন।

আরও পড়ুন: Corona: রাজ্যে একদিনে দৈনিক করোনা আক্রান্ত ৪৫১২, পজিটিভিটি হার বৃদ্ধি পেয়ে ১২.০২ শতাংশ

গানের কথায় তিনি তুলে ধরেছেন, মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা। স্যানিটাইজার ব্যবহারের কথা। জমায়েত না করা, অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরতে, দোকানে-বাজারে গা ঘেঁষাঘেষি করে না দাঁড়াতে। তিনি জানান, এই বার্তা নিয়ে হাসপাতাল, থানা ও জনবহুল এলাকায় প্রচার চালিয়ে যাবেন।

RELATED ARTICLES

Most Popular