skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeCurrent NewsHumayun Kabir: পুলিসের মামলার বিরুদ্ধে এবার ‘সংযত’ মুখ খুললেন হুমায়ুন কবির

Humayun Kabir: পুলিসের মামলার বিরুদ্ধে এবার ‘সংযত’ মুখ খুললেন হুমায়ুন কবির

Follow Us :

বহরমপুর: পুলিসের মামলার বিরুদ্ধে মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, অন্যায়ের সঙ্গে তিনি কোনদিন আপস করেননি, ভবিষ্যতেও করবেন না। ২৭টি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে বিচার ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। প্রয়োজনে নিজেই সওয়াল করবেন তিনি।

কয়েকদিন আগে ভরতপুরের একটি সভায় স্থানীয় ওসিকে বদলি করে দেওয়ার হুমকি দেন হুমায়ুন কবির। ওই বক্তব্য ভাইরাল হয়ে যেতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। ঘটনাটি অন্যায় বলে জানান জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহরায়। সোমবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিস। ওই মামলার পরিপ্রেক্ষিতে হুমায়ুন প্রতিক্রিয়া জানান।

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে ভরতপুর থানার পুলিস। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ভরতপুর থানায়। মাস কয়েক আগে জনসভা থেকে দলেরই এক বিধায়ককে মারধরের হুমকি দিয়েছিলেন। তখন তাঁকে নিয়ে জোর চর্চা চলেছিল। এরপর ২৪ ডিসেম্বর, শুক্রবার ভরতপুর ব্লক অফিস মোড়ের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতৃত্ব সহ কর্মিদের নিয়ে একটি বৈঠকে থানার ওসিকে বদলির হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রাক্তন মন্ত্রী হুমায়ুন ভরতপুর থানার ওসিকে বদলির হুমকি দেন।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, তৃণমূল বিধায়ক ওসি রাজু মুখোপাধ্যায়কে উদ্দেশ করে বলছেন, ওসি থাকার ইচ্ছা থাকলে দালালি বন্ধ করতে হবে। আর তা না-হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে বাধ্য করাব এখান থেকে তল্পি গোটাতে। থানার সামনে গিয়ে বসব। টেবিলের উপর পা তুলে দাঁড়াব, বুঝবে হুমায়ুন কবির কী জিনিস! অটোমেটিক তুমি এখান থেকে চলে যাও। বলবে, আমি ভাটপাড়ায় বেশ ছিলাম, সেখানেই চলে যাই। সেটা যেন করতে বাধ্য না করানো হয়। আমি কোনও অন্যায়ের সঙ্গে আপস করি না।

তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। বিধায়কের বিরুদ্ধে ৯টি ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে আইন ভঙ্গ ও আইন অমান্য, হুমকি দেওয়া, উস্কানি দেওয়া, সরকারি কর্মচারীর সম্মানহানি ও অপরাধের ইচ্ছাপ্রকাশের ধারা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
00:00
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
00:00
Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
11:32:36
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
11:36:11
Video thumbnail
বাংলা বলছে | 'নীতি-বৈঠকে' বাংলা ভাগ নিয়ে সোচ্চার মমতা, সাংসদদের বৈঠকে বাজেট-অধিবেশনের ক্লাস নেত্রীর
10:28:41
Video thumbnail
Yogi Adityanath | ইউপি বিজেপিতে হইচই! দিল্লি গেলেন যোগী
11:32:41
Video thumbnail
Mamata Banerjee | কংগ্রেস আগে বললে ভালো হত! কেন এই কথা মমতার মুখে?
11:31:41
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | জামালের বাড়িতে গোপন ট্যাঙ্কের হদিশ, উদ্ধার একাধিক নথি
11:05:51
Video thumbnail
BJP West Bengal | রাজ্যে গ্রেফতার বিজেপি নেতা, হুলস্থুল কাণ্ড
10:38:40
Video thumbnail
Suvendu Adhikari | পথে নেমে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর! শুনুন কী বললেন
01:02:56