কলকাতা টিভি ওয়েব ডেস্ক: কবজি কাটার পরেও হাল ছাড়লেন না কাটোয়ার রেণু খাতুন। ডান হাতের বদলে বাঁ হাতেই পেন তুলে নিলেন। মনের জোরেই আজ থেকে বাঁ হাত দিয়ে লেখার অনুশীলন শুরু হল তাঁর। নার্সের চাকরি পেয়েছেন রেণু। সেই রোষেই স্ত্রীয়ের ডান হাত কেটে দেয় স্বামী শরিফুল শেখ। তাঁর পরেও দমেননি রেণু। তাঁর কথায়, সুস্থ হয়ে নার্সের চাকরি করতেই হবে তাঁকে। তাই হাসপাতালে বসেই বাঁ হাতে লেখা শুরু করেছেন তিনি।
ডান হাতের কব্জি হারিয়েও রেণু চান সেবিকা হিসেবে মানুষের সেবা করতে। হাসপাতালে নার্সের সরকারি চাকরিটা যেন তাঁর না যায়। প্রয়োজনে আরও পড়াশুনো করবেন। হাসপাতালে শুয়ে এমনই কাতর আবেদন রেণুর। এই ঘটনায় তিনি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। বলেছেন, তাঁর স্বামী শরিফুল এবং তার দুই বন্ধুর যেন উপযুক্ত শাস্তি হয়।
রেণু খাতুনকে দেখতে আজ রাজ্য মহিলা কমিশনের চারজনের প্রতিনিধিদল আসেন দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে। সঙ্গে ছিলেন কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। আপাতত রেণু দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এই ঘটনায় ইতিমধ্যে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিস। সোমবার ঘটনায় অভিযুক্ত তাঁর শ্বশুর সিরাজ শেখ ও শাশুড়ি মেহেরনিকা বিবিকে কেতুগ্রামের চাকটা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিস। নার্সের কব্জি কাটার ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুইজনকে। মঙ্গলবার তাদের সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন চেয়ে কাটোয়া মহকুমা আদালতে তোলা তোলা হয়। আদালত অভিযুক্ত ২ জনকে ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়। তবে এখনও মূল অভিযুক্ত রেণুর স্বামী শরিফুল শেখ অধরাই।পুলিস তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন Woman Cop In Assam: সন্তানকে বুকে আগলেই রোজ কাজে হাজির পুলিস সঞ্চিতা