skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsNature Activist: পরিবেশ রক্ষাই ছিল প্রথম প্রেম, বৃক্ষপ্রেমী সৌমিতার প্রাণ কাড়ল গাছ

Nature Activist: পরিবেশ রক্ষাই ছিল প্রথম প্রেম, বৃক্ষপ্রেমী সৌমিতার প্রাণ কাড়ল গাছ

Follow Us :

বনগাঁ: গাছের প্রতি ভালোবাসা ছোট থেকে। গান ও পরিবেশ (Nature Lover Activist) প্রেম তাঁর নেশা। কে জানত সেই গাছই প্রাণ কাড়বে সৌমিতা দাস চৌধুরীর (Soumita Das Chowdhuri)। হাবড়ায় গানের শো করতে গিয়েই বিপদ। শনিবার গাছের তলায় চাপা পড়ে প্রাণ হারান সৌমিতা।অনুষ্ঠান মঞ্চে গান গাইতে উঠলে মঞ্চের ওপর ভেঙে পড়ে একটি নারকেল গাছ। মৃত্যু হয় গায়িকার।

শনিবার বেলঘরিয়ায় একদল সংগীত শিল্পীর সঙ্গে হাবড়ায় ছুটি কাটাতে ও অনুষ্ঠান করতে এসেছিলেন ওই তরুণী।হাবড়া থানার যশুর ঘোষপাড়া এলাকায় গৌতম ঘোষের বাড়ির বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গান বাজনা করেই চলছিল অনুষ্ঠানটি। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ঘটে দুর্ঘটনা।

সৌমিতা যেখানে বসে ছিলেন, ঠিক তার পিছনে ছিল একটি নারকেল গাছ।  গাছটি আচমকাই ভেঙে পড়ে।  গাছের নীচে চাপা পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন  Governor Jagdeep Dhankhar: রাজ্যপাল অপসারণ-মামলায় রায়দান স্থগিত হাইকোর্টে

পুলিস সূত্রে জানা যায়, মেয়েটির বাড়ি বেলঘরিয়া এলাকায়। ২২ বছর বয়সি সৌমিতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের ছাত্রী। আমফানের পর থেকে প্রায় ৩৫ হাজার গাছ লাগিয়েছিলেন তিনি ও তাঁর দল। কিন্তু শেষরক্ষা হল না।গাছই   প্রাণ কাড়ল সৌমিতার।

 

RELATED ARTICLES

Most Popular