Friday, July 4, 2025
Homeজেলার খবরRampurhat CBI: ভাদু-ঘনিষ্ঠ লালনের বাড়ি থেকে সিসিটিভি উদ্ধার, মিলবে কি অগ্নিকাণ্ডের রাতের...

Rampurhat CBI: ভাদু-ঘনিষ্ঠ লালনের বাড়ি থেকে সিসিটিভি উদ্ধার, মিলবে কি অগ্নিকাণ্ডের রাতের ফুটেজ?

Follow Us :

রামপুরহাট: রামপুরহাট গণহত্যাকাণ্ডের ((Rampurhat Violence)  তদন্তে নয়া মোড়। অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লালন শেখের বাড়ির চারধারে মিলল সিসিটিভি ক্যামেরা। যে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখলেই মিলতে পারে সেই রাতের ফুটেজ। যে রাতে রামপুরহাটের বগটুই গ্রামের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ১০টা বাড়ি।

২১ মার্চ ঘটনার পরদিন থেকেই ঘরে নেই লালন ও তাঁর পরিবার। বৃহস্পতিবার ভাদু শেখের ছায়াসঙ্গী লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকে টানা তিন ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই (CBI Investigation)। যে তল্লাশিতেই উঠে এসেছে সিসিটিভির বিষয়টি। সিবিআই সূত্রের খবর, লালনের বাড়িতে মোট চারটি সিসিটিভি রয়েছে। যে ক্যামেরার মধ্যে একটি রয়েছে ফটিক শেখের বাড়ির দিকে।

এই ফটিক শেখের বাড়িতেই সেদিন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। যে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু (Birbhum Rampurhat Fire Deaths) হয়েছে মিনা বিবির। যিনি মৃত্যুর আগে জানিয়েছিলেন, তাঁকে প্রথমে কোপানো হয়েছিল। তারপর পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- Bhadu Sheikh Murder: ভাদু শেখ খুনে গ্রেফতার আরও দুই, এ পর্যন্ত পুলিসের জালে ৬ জন

এই অগ্নিকাণ্ডের পরেই প্রশ্ন উঠেছিল কে বা কারা এমন নৃশংস ভাবে গণহত্যা চালাল? যে প্রশ্নের উত্তর খুঁজতে পুলিস, সিট এতদিন তদন্ত চালিয়েছে। তবে, একাধিকবার গ্রামে এসে তল্লাশি চালালেও তারা কেন লালনের বাড়ির সিসিটিভির খোঁজ পায়নি তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিন সিসিটিভির হদিশ পান সিবিআই কর্তারা। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র, হার্ডডিস্ক। তবে, তাতে আদৌ কোনও ফুটেজ রয়েছে কি না তা নিয়ে মুখ খোলেনি সিবিআই।

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39