তমলুক: কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে।
কাঁথির সমবায় ব্যাঙ্কে দীর্ঘ দিন ধরে চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু কাঁথিই নয়। পূর্ব মেদিনীপুরের একাধিক সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মাথাতেই রয়েছেন শুভেন্দু। চলতি মাসেই বিরোধী দলনেতা শুভেন্দুকে কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে। এরপর মঙ্গলবার তাঁকে চেয়ারম্যান পদ থেকেও সরানো হল।
আরও পড়ুন- WBCS পরীক্ষার প্রশ্ন নিয়ে সরব হলেও UPSC পরীক্ষার প্রশ্ন নিয়ে নীরব শুভেন্দু অধিকারী
মঙ্গলবার ব্যাঙ্কের পরিচালন কমিটির জরুরি বৈঠক বসে। তাতে আলোচনা হয়, দীর্ঘদিন চেয়ারম্যান অর্থাৎ শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণেই এই অপসারণ।
অপরদিকে, শুভেন্দু কলকাতা হাইকোর্টে যে মামলা করেছেন তাতেও ব্যাঙ্ক পক্ষের দিকেই রায় দিয়েছে কোর্ট। খারিজও করা হয়েছে ওই মামলা। সেই কারণেই ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে চেয়ারম্যান পদ থেকে সরানো হবে শুভেন্দু অধিকারীকে।
আরও পড়ুন – পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে শুভেন্দু, তৃণমূলকে তালিবানের সঙ্গে তুলনা বিরোধী দলনেতার
মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক এই তথ্য জানায় সংবাদ মাধ্যমকে।ব্যাঙ্কে ১৯ জন ডিরেক্টর রয়েছেন। যাঁদের মধ্যে ভোট দেওয়ার অধিকার আছে ১৪ জনের। এই সিদ্ধান্তে সহমত প্রকাশ করেন ১০জন। এই সিদ্ধান্তের পর জানানো হয়েছে ব্যাঙ্কের বর্তমান ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডল চেয়ারম্যান পদ সামলাবেন বলেই সিদ্ধান্ত নিয়েছে পরিচালন কমিটি।