মালদহ/কোচবিহার : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ভারত জোড়া বনধের ডাকে তেমন সাড়া পড়ল না মালদহে। মালদহ শহর সহ জেলার বিভিন্ন রাস্তাতে সরকারি পরিবহন সচল রয়েছে। টোটো অটো সহ কিছু বেসরকারি বাস চলাচল করছে। হাট বাজার খোলা। যারা ধর্মঘটকে সমর্থন করছেন, তারা রাস্তায় মিছিল করছেন। জনসাসারণ কাজে যাচ্ছেন। এদিন সকাল থেকে জেলার অনেক জায়গায় আর পাঁচটা দিনের মত সবজি বাজার ও মাছ বাজারও খোলা রয়েছে।
আরও পড়ুন : ভারত বনধের সমর্থনে দাঁতনে বামপন্থীদের রেল অবরোধ
বনধের মিশ্র প্রভাব পড়েছে ধুপগুড়ি সহ ডুয়ার্সে। এদিন রাস্তায় নামেনি কোনও বেসরকারি বাস। কিছু কিছু পণ্যবাহী গাড়ি রাস্তায় চলাচল করছ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আন্দোলনকারীরা বেশ কয়েকটি বাস্কে আটকে দেয়, কিন্তু পরে পুলিশের তৎপরতায় সেই বাসগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। শহরের রাস্তায় মিছিল করেছেন বনধের সমর্থকরা।