কাঁথি: কাঁথিতে দেশপ্রাণ ব্লকে হাতেনাতে ধরা পড়ল মাটি চুরি। দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের তাড়া খেয়ে মাটি ও বালি চোরেরা পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিসের নাকের ডগাতেই চলে মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য। সরকারি জমি থেকে মেশিন দিয়ে অবাধে মাটি ও বালি চুরি করা হয়। দাঁড়িয়াপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এই অভিযোগ করে আসছেন। পুলিস এবং প্রশাসনকে পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।
বৃহস্পতিবার যথারীতি চলছিল মাটি ও বালি চুরি। গ্রামের বাসিন্দারা খবর পেয়ে চলে আসেন। তাঁদের তাড়া খেয়ে পালিয়ে যায় চোরের দল। অভিযোগ, জুনপুট কোস্টাল থানার পুলিস এ ব্যাপারে কোনও পদক্ষেপ করছে না। এক শ্রেণির পুলিস অফিসারের যোগসাজশে অবাধে চলছে মাফিয়াদের দৌরাত্ম্য। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা বলেন, আমিও অভিযোগ পেয়েছি। পুলিসকে সক্রিয় হতে বলা হয়েছে। জেলাশাসককেও বিষয়টি জানানো হয়েছে।
বুধবারই নবান্নে জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী নানা বেআইনি কাজকর্ম বন্ধ করতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। জেলায় জেলায় মাটি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করতে পুলিসকে আরও সক্রিয় হতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর সতর্কবার্তাতেই বৃহস্পতিবার অনেক জেলায় বেআইনি কারবারিদের বিরুদ্ধে পুলিস প্রশাসন ব্যবস্থা নিতে নড়েচড়ে বসেছে।
আরও পড়ুন: Shah Rukh Khan: গুজরাত হাই কোর্টে স্বস্তি মিলল বলিউড বাদশা শাহরুখ খানের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিনই ইছামতী নদীতে বেআইনি বালি তোলার বিরুদ্ধে অভিযান শুরু করল জেলা পুলিস, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের জেলাশাসক আধিকারিকরা। বসিরহাটের ইছামতী নদী থেকে রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, এই অভিযোগ পেয়ে অভিযান চালান উত্তর ২৪ পরগনার জেলা পুলিস, বসিরহাট মহাকুমার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা। এদিন বসিরহাট ইছামতী নদীর শ্মশানঘাট এলাকা পরিদর্শনে যায় ১৫ জনের একটি বিশেষ দল। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, বেআইনিভাবে নদীগর্ভ থেকে মাটি তোলা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীগর্ভ। পাশাপাশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।