স্বরূপনগর: স্বরূপনগরের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলেরই নেতা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে স্বরূপনগর উত্তর ব্লকের সভাপতি জিয়াউর রহমান বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের আইটি সেলের নেতারা।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর উত্তর ব্লকের সভাপতি জিয়াউর রহমান বিরুদ্ধে তৃণমূলের আইটি সেলের নেতা তহিদুর রহমান, আবুলকালাম আজাদ ও তৃণমূলের অঞ্চল সভাপতি সহ কয়েকশ নেতা ও কর্মীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাঁরা জানান, ব্লক সভাপতি নামে আছেন কাজে নেই। ওঁনার বিরুদ্ধে অনেক দুর্নীতি রয়েছে। পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক কাজে তাঁকে খুঁজে পাওয়া যায় না। যেখানে দিদির দূত প্রকল্পের কর্মসূচি চলছে সেখানেও দেখা যাচ্ছে না তাঁকে। স্থানীয় নেতা তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কোনও আলোচনাই করছেন না।
এদিন প্রকাশ্য সভায় ব্লক সভাপতিকে আক্রমণের পাশাপাশি ১৫টা সামাজিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা-অসুবিধা নিয়েও নেতা কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করছেন না বলেও অভিযোগ করেন তাঁরা। আর এর জেরেই কর্মসূচিতে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কাও করেন তৃণমূলের একাংশ। এই বিষয় তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান মোল্লা বলেন, তাঁদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি নিচু তলার নেতাদের সঙ্গে মিলেমিশে চলি। সে কারণে তাঁদের পছন্দ হচ্ছে না। দলের নির্দেশ মেনে তৃণমূলের সব কাজ করি।
আরও পড়ুন:Lakshmi Bhandar Scheme: এবার আরও বেশি লক্ষ্মীলাভ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আরও ৮ লক্ষ মহিলা
উল্লেখ্য, আগামী দুতিন মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে চলেছে। কিন্তু তার মাঝেই তৃণমূলের একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। এর জেরে যথেষ্ট ব্যাকফুটে রাজ্যের শাসকদল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) বিভিন্ন জেলার নেতাদের অবিলম্বে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নিতে নির্দেশও দিয়েছেন। এমনকী কারও পা ধরে পদের লোভ না করারও নির্দেশ দেন অভিষেক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বারবার গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে হুমকি দিয়েছেন। তবু জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব কমার কোনও লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গায় শাসকদলের কোন্দল প্রকাশ্যে আসছে। এই কোন্দলকে রুখতে কী পদক্ষেপ নেয় তৃণমূল তার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।