২০ মার্চ ২০২৩, সোমবার,
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
জাপানী বক্সঅফিসে 'ট্রিপল আর'-এর বাজিমাত
RRR | Ram charan | Junior NTR | জাপানে ‘ট্রিপল আর’ ধামাকা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  রাকেশ কাঞ্জিলাল
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৩, ১২:০২ অপরাহ্ন
রামচরণ,জুনিয়র এনটিআর

টোকিও : জাপানের বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে এস এস রাজামৌলি(SS Rajamouli) পরিচালিত অস্কারজয়ী ছবি ট্রিপল আর(RRR)।কিছুদিন আগেই জাপানে মুক্তি পেয়েছে ভারতীয় বক্সঅফিস(Indian Box Office) কাঁপানো এই প্যান ইন্ডিয়ান ফিল্ম(Pan Indian Film)।শুরুতে মাঝারি মাপের ব্যবসা করলেও গত সোমবার থেকে বদলে যায় বক্সঅফিসের মানচিত্র।অস্কারের মঞ্চে সেরা গানের পুরস্কার জিতে নিয়েছে ট্রিপল আর-এর জনপ্রিয় গান নাটু নাটু(Natu Natu)।তারপর থেকেই জাপানি দর্শকের মধ্যে ট্রিপল আর নিয়ে উন্মাদনা রয়েছে তুঙ্গে।ইতিমধ্যেই নাকি জাপানে ভারতীয় টাকার অঙ্কে ৮৩কোটি টাকার ব্যবসা করেছে রামচরণ ও জুনিয়র এনটিআর(Ram Charan & Junior NTR) অভিনীত এই ছবি।বিশ্বজুড়ে ট্রিপল আর-এর বক্সঅফিস কালেকশন এখন ১১৯৯ কোটি টাকা।খুব শীঘ্রই অঙ্কটা ১২০০কোটি ছুঁয়ে ফেলবে এমনটাই বলছে জাপানি বক্সঅফিসের ট্রেন্ড।
করোনাকাল জুড়ে দীর্ঘ টানাপোড়েনের পর গতবছর ২৫মার্চ বড়পর্দায় মু্ক্তি পেয়েছে এপিক অ্যাকশন ড্রামা ফিল্ম ট্রিপল আর।ইংরেজ সরকারের বিরুদ্ধে দুই বিপ্লবী অল্লুরী সীতারাম রাজু ও কোমারাম ভীমের সসস্ত্র লড়াইয়ের গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক এস এস রাজামৌলি।ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।ছবিতে ছোট চরিত্রে দেখা মিলেছে দুই বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভাটের।রয়েছেন শ্রিয়া সারণও।বড়পর্দায় মুক্তির পর ভারতের বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে ট্রিপল আর।পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কিছু দেশে মুক্তি পেয়েছিল ছবি।

চলতি বছরের শুরু থেকেই ফের সংবাদের শিরোনামে উঠে আসে ট্রিপল আর।গোল্ডেন গ্লোব পুরস্কার পায় ছবির গান নাটু নাটু।এছাড়াও ক্রিটিক্স অ্যাওয়ার্ডস সহ আরও কিছু অ্যাওয়ার্ড পেয়েছে ট্রিপল আর।মার্কিন দেশে বড়পর্দায় মুক্তিও পেয়েছে ছবি।পূর্ব এশিয়ায় চীনের মতো জাপানেও ভারতীয় ছবির বড় বাজার তৈরি হয়েছে।সদ্যই জাপানের সিনেমা হলেও মুক্তি পেয়েছে ট্রিপল আর।ওদেশে ইতিমধ্যেই ভাল দাপট দেখিয়েছে এস এস রাজামৌলির ছবি।গত সপ্তাহেই জাপানি বক্সঅফিসে বড় সাফল্যের কারণে কেজিএফ চ্যাপ্টার ২ কে পিছনে ফেলে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে ট্রিপল আর।

Tags : RRR Japanese Box Office SS Rajamouli Ram Charan Junior NTR Alia Bhatt Ajay Devgn Worldwide Box Office Collection

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.