মুম্বই : অনীশ বাজমির(Anees Bazmee) থ্রিলার ফিল্মে(Thriller Film) নজর কাড়তে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি(Nawazuddin Siddiqui)।একের পর এক কমেডি ছবির(Comedy Film) পর এবার থ্রিলার ফিল্ম নিয়ে দারুণ আগ্রহী পরিচালক অনীশ বাজমি।তবে ছবিটি পরিচালনা নয়,পরিবেশনার দায়িত্বই পালন করবেন ভুলভুলাইয়া ২(Bhul Bhoolaiya 2)-র পরিচালক।বলিপাড়া সূত্রে খবর,ভারতের বীমা ব্যবস্থার(Indian Insurance System) প্রেক্ষাপটে ছবিটি তৈরি করেছেন পরিচালক রসিক খান(Rashikh Khan)।ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করেছেন রকেট বয়েজ অভিনেত্রী রেজিনা কাসান্দ্রা(Regina Cassanadra)।কয়েকমাস আগেই নাকি ছবির শ্যুটিং শেষ করেছেন তারকারা।বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত এই থ্রিলার ফিল্ম।খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে ছবির প্রথম ঝলক।
নো এন্ট্রি,ওয়েলকাম থেকে ভুল ভুলাইয়া ২,কমেডি ফিল্মই পরিচালক অনীশ বাজমির প্রিয় জঁর।কিন্তু কমেডিকে ছুটি দিয়ে এবার রহস্য-রোমাঞ্চকর ছবি তৈরি করতে চান পরিচালক।তবে আপাতত তিনি পরিবেশনার দায়িত্বে।শোনা যাচ্ছে,রসিক খানের পরিচালনায় একটি দুর্দান্ত থ্রিলার ফিল্ম তৈরি হয়েছে।যার পরিবেশনার দায়িত্বে রয়েছেন অনীশ বাজমি।ভারতয়ী বীমা ব্যবস্থার পটভূমিকায় তৈরি হওয়া এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও রেজিনা কাসান্দ্রা।দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ রেজিনা।ওয়েব সিরিজ রকেট বয়েজ এবং ফর্জি-তেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।বিশেষ সূত্রে জানা যাচ্ছে,আপকামিং এই থ্রিলার ফিল্মে রেজিনার অভিনীত চরিত্রটির নাম শিখা।যিনি একজন সুপটু ইনস্যুরেন্স ইনভেস্টিগেশন অফিসার।চরিত্রটি যথেষ্ঠ চ্যালেঞ্জিং বলেই জানাচ্ছে বিশেষ সূত্র।তবে ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে কেমন চরিত্রে দেখা যাবে সেই নিয়ে মুখ খুলছেন না কেউই।ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।তবে কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই থ্রিলার ফিল্মের প্রথম টিজার।তখনই ছবিতে নওয়াজের চরিত্রটি ঠিক কি রকম।