ওয়েব ডেস্ক: আজকাল সমস্ত রকম পণ্যই প্রায় অনলাইনে কেনা যায়। কিন্তু জানেন কি কুমারীত্ব কেনা যায় কিনা! ভাবছেন সে আবার কি কথা! হ্যাঁ এক তরুণী নিজের কুমারীত্ব(Virginity) অনলাইনে নিলাম করলেন। অনেকের মত এই তরুণীও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন। যথেচ্ছভাবে খরচা করার স্বপ্ন দেখেন। উজ্জ্বল কেরিয়ার তৈরি করতে যথেষ্ট আগ্রহী। এমন এক পার্টনারের খোঁজে রয়েছেন এই তরুণী যে তাঁকে আর্থিকভাবে সাহায্য করবে এবং ঘনিষ্ঠ সম্পর্কও রাখবে। অর্থাৎ শারীরিক সম্পর্ক রাখবেন।
আর্থিক সুরক্ষার জন্য তিনি ভেবেচিন্তে এক অভিনব পন্থা বার করেছেন। ঠিক করেছেন কুমারিত্ব নিলাম করে বিক্রি করবেন(Auctioned off her Virginity online)। সেই নিলামে অনেক গণ্যমান্য ব্যক্তিদের পিছনে ফেলে এগিয়ে গেছেন হলিউডের এক অভিনেতা(Hollywood Actor)। ১৮ কোটি টাকা(18 Crores) খরচ করে তরুণীর কুমারিত্ব কিনেছেন এই অভিনেতা। যদিও সেই অভিনেতার নাম প্রকাশ্যে আনা হয়নি। জানা গেছে এই তরুণী লন্ডনের বাসিন্দা লরা। ২২ বছরের লরা থাকেন বৃটেনের ম্যানচেস্টারে(Laura, 22, from Manchester)। তিনি একজন কলেজ পড়ুয়া। নিজের কুমারীত্ব নিলাম করে তিনি সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছেন।
আরও পড়ুন:ঘনিষ্ঠ দৃশ্যে আদৌ কি সাবলীল করিনা!
লরার কুমারীত্ব কেনার পর তিনি সত্যি কুমারী কিনা তা হলুদ অভিনেতা যাচাই করে নিতে ভোলেননি। লড়ার পরিবার যথেষ্ট ধার্মিক এবং রক্ষণশীল। তবুও তাঁর এই সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।এই বিপুল অর্থ পাওয়ার পর লরা জানিয়েছেন এবার তিনি তার কেরিয়ার তৈরিতে মন দিতে পারবেন।