skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনশাহেনশাহর দলবল

শাহেনশাহর দলবল

Follow Us :

আগামী ৪মার্চ দলবল নিয়ে বড়পর্দায় হানা দেবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।কারণ সেইদিনই মুক্তি পাচ্ছে তাঁর আগামী ছবি ‘ঝুন্ড’।সদ্যই মুক্তি পেয়েছে ছবির নতুন গান ‘আয়া ইয়ে ঝুণ্ড হ্যায়’।গানের কথা এবং সুর অজয়-অতুলের,গেয়েওছেন অতুলই। নাগরাজ মঞ্জুলে পরিচালিত এই ছবিতে বিগ-বির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে একঝাঁক নতুন মুখকে।দীর্ঘ তিনবছর পর ‘ঝুণ্ড’ দিয়েই বড়পর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন।তাই ছবি নিয়ে দারুণ আশাবাদী ভক্তমহল।রূপোলি পর্দায় শাহনেশাহ এবং তার দলবল যে কামাল করবে তা ‘ঝুণ্ড’-এর নতুন গানেই স্পষ্ট।

RELATED ARTICLES

Most Popular