আশি ও নব্বই এর বাংলা ছবির নায়ক তথা বর্তমানে বাংলা ধারাবাহিকের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়ানে শোকস্তব্ধ টলিউড ।বাংলা ছবির জগতে সকলের আপন মানুষ ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।
পরিবার সূত্রে খবর, গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি তবে শ্যুটিংয়ের কাজ করছিলেন। গত কাল রাতে খুব অসুস্থ হয়ে বাড়িতেই গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে বাড়িতে যান দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধু লাবনী সরকার, ইন্দ্রানী হালদার ইন্দ্রানী দত্ত রচনা বন্দোপাধ্যায় সহ এই সময়ের ধারাবাহিকের অভিনেতারা যাদের সঙ্গে তিনি কাজ করেছেন ।
অভিনয় জীবনের শুরু ১৯৮৬ সালে। তরুণ মজুমদারের পথ ভোলা ছবিতে অভিনয় করেন তিনি। সেই ছবিতে তাঁর সহ অভিনেতারা হলেন, সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল এবং উৎপল দত্ত।
তিনি টানা চলচ্চিত্রে অভিনয় করেছেন একের পর এক। তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, মায়ার বাঁধন, একের পর এক ছবি করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয়ও ছিলেন তিনি। মধ্যে ধারাবাহিকে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি মোহর এবং খড়কুটো ধারাবাহিকে অভিনয় করেছেন। শ্যুটিং-এর ফ্লোরে তিনি পরিচিত ছিলেন মিঠুদা নামে। আজ বাড়ি থেকে প্রথমে তাঁর মরদেহ টেকনিশিয়ান স্টুডিও তে রাখা হয়, সেখানেই এই প্রজন্মের বহু তারকা তৃণা সাহা,ঐন্দ্রিলা সেন, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী তাঁকে শ্রদ্ধা জানান। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কেওরাতলা মহা শ্মশানে। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোক স্তব্ধ টলিউড। তবে তাঁর শিল্প কর্মের মাধ্যমে তিনি স্মৃতিতে থেকে যাবেন।