কলকাতা: কৃষ্ণ প্রেমই মিলিয়ে দিয়েছিল তাঁদের। নতুন বছরে সাত পাকে বাঁধা পড়লেন ছোট পর্দার ‘কৃষ্ণ’ গৌরব মন্ডল (Gourab Mondal) ও রুশ মেয়ে চিন্তামণি ডায়না ( Russian Beauty Chintamoni Daina )। প্রকাশ্যে এলো রূপকথার সেই বিয়ের ছবি। শ্বেতা-রুবেলের বিয়ের মাঝেই চুপিসারে এই বিদেশিনীর গলায় মালা পরিয়ে দিলেন আর এক টেলি অভিনেতা গৌরব (Gourab Wedding)। রুশ নিত্য শিল্পী চিন্তামণি ডায়না ইসকনের সঙ্গে যুক্ত সেই সুবাদেই আলাপ গৌরবের সঙ্গে। এ যেন কৃষ্ণপ্রেম মিলিয়ে দিয়েছে তাঁদের। কৃষ্ণ ধাম বৃন্দাবনে রূপকথার বিয়ের সারলেন তাঁরা।
বহু বছর আগে এই তিলোত্তমা নাগরীতেই রুশ দেশের পাত্র-পাত্রী নিজেরা বিয়ে সেরে ধর্মতলার লেনিন মূর্তি পরিদর্শন করতে এসেছিলেন। সে অনেক দিনের কথা। তারপর রুশ দেশে থাকা এক বাঙালি তরুণ রুশ তরুণীর প্রেমে পড়েছিলেন। তারপর ছাড়াছাড়ি হয়ে কলকাতা নগরীর পাশে মফস্বল এক শহরে নিজের বাড়িতে এসে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু ভুলতে পারেননি তাকে সেই রুশ তরুণী। খুঁজতে খুঁজতে তরুণী এই দেশে পাড়ি দিয়ে কলকাতা ঘুরে সেই মফস্বল শহর থেকে খুঁজে বার করেছিলেন পুরনো বাঙালি প্রেমিককে। তখনো বিয়ে হয়েছিল এক বাঙালি তরুণের সাথে রুশ তন্বীর।
আরও পড়ুন: মুম্বইতে কোল্ডপ্লে’র কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল, শচীন কি করলেন!
এবার বিয়ে হল বাঙালি অভিনেতা গৌরব আর রুশ ডায়নার। বিয়ের দিন শাড়ি নয় জমকানো লাল লেহেঙ্গায় দেখা মিলল চিন্তামণি ডায়নার। পড়েছিলেন বাঙালি কায়দায় ভারী সব গয়না। দুহাত রাঙানো হয়েছিল গৌরবের নামে মেহেন্দিতে। আর নতুন বউয়ের সঙ্গে রংমিলিয়ে সর্বাণী পড়েছিলেন গৌরব। করেছিল হিন্দু রীতিতে গোলাপের পাপড়ি। সমস্ত আচার মেনে চার হাত এখনো গৌরব-চিন্তামনির।
অন্য খবর দেখুন