অসুস্থ টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রের খবর তাঁর কিডনিতে ইনফেকশন হয়েছিল। কয়েকদিন আগে অভিনেত্রী পেটে যন্ত্রণা অনুভব করেন। তারপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অনুরাগীরা যথেষ্ট আতঙ্কের মধ্যেই ছিলেন। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ। উঠে বসতে পারছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তনুশ্রীর পাইলোনেফ্রাইটিস হয়েছে। এটি কিডনির সংক্রমণ। চিকিৎসকদের ভাষায় পাইল নেফ্রাইটিস একটি কঠিন সংক্রমণ। ঠিক সময় চিকিৎসা না হলে রোগীকে অনেকটাই কাবু করে দিতে পারে। এই সংক্রমনে জ্বর আসে। তলপেটে মারাত্মক ব্যথা হয়। সেই সঙ্গে ব্লাড প্যারামিটারে পরিবর্তন লক্ষ্য করা যায়। তনুশ্রী নিজে এখন জানিয়েছেন, ‘আমি এখন আউট অফ ডেঞ্জার; অনেকটাই ভালো আছি’। টলিউডের অন্যান্য অভিনেত্রী তুলনায় তনুশ্রীর ছবির সংখ্যা তুলনায় অনেকটা কম। কারণ তাঁর কথায়, তিনি ছবির গুণমান দেখে তবেই ছবি করেন। একইসঙ্গে অনেকগুলো ছবি করা তিনি সাধারণত পছন্দ করেন না। কিছুদিন আগেই ‘আবার বছর কুড়ি পরে’র ছবির জন্য লাস ভেগাসে ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’ এ সংবর্ধিত হয়েছেন তনুশ্রী। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
Html code here! Replace this with any non empty text and that's it.