skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনসিনেমায় টাকা ঢেলে নিঃস্ব হয়েছিলেন জ্যাকির পরিবার

সিনেমায় টাকা ঢেলে নিঃস্ব হয়েছিলেন জ্যাকির পরিবার

Follow Us :

অভিনেতা জ্যাকি শ্রফ ও তার পুত্র টাইগার শ্রফ বলিউডে আজ যথেষ্ট জনপ্রিয়। কিন্তু অনেকেই জানে না যে প্রযোজক হিসেবে জ্যাকি শ্রফ একেবারে ব্যর্থ। ইদানিং যে কোন সফল অভিনেতা নিজে চিত্রনির্মাণের কাজও করে থাকেন। কিন্তু ২০০৩ সালে তেমনটা হতো না। আর ঠিক তখনই ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বুম’ ছবিটি প্রযোজনা করেছিলেন জ্যাকি শ্রফ ও তার স্ত্রী আয়েশা শ্রফ। ডাক কমেডি ঘরানার এই ছবিটি মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ক্যাটরিনা কাইফের। এছাড়াও ছবিটিতে ছিলেন অমিতাভ বচ্চন ও গুলশান গ্রোভারের মতন তারকামতো তারকা। কিন্তু তা সত্বেও ছবিটি বক্স অফিসে পুরোপুরি মুখ থুবরে পড়ে। এক সাক্ষাৎকারে জ্যাকি বলেছিলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম,কিন্তু হেরে গিয়েছিলাম।ব্যবসায় এমনটা হয়। তবে স্বচ্ছতা রাখাটা খুব জরুরী’।

আরও পড়ুনআবেদনময়ী আলিয়া

অন্য এক সাক্ষাৎকারে জ্যাকি শ্রফের ছেলে টাইগার স্মৃতি উগরে দিয়ে বলেন, ‘আমার মনে আছে বাড়ির ফার্নিচারগুলো একে একে সব বিক্রি হয়ে যাচ্ছিল। যে জিনিস গুলোর মাঝে আমি বড় হয়েছি আস্তে আস্তে দেখছিলাম সেগুলো উধাও হয়ে যাচ্ছে। একদিন আমার বিছানা বিক্রি হয়ে গেল। এরপর মেঝেতে ঘুমোতে শুরু করি এটি আমার জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতা।’

আরও পড়ুনশিশু অদ্রিজের চিকিৎসার সাহায্যে টলি প্রডিউসার

প্রসঙ্গত, এই ছবি তৈরি করতে গিয়ে জ্যাকি শ্রফের পরিবারকে রাতারাতি দেউলিয়া হয়ে যেতে হয়েছিল; এমনকি নিজেদের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। রাখঢাক করে কিছু বলা জ্যাকি শ্রফের স্বভাব বিরুদ্ধ। সব সময় নিজের মনের কথা খোলা মনে প্রকাশ করে এসেছেন। ক্যামেরার এপারে ওপারে ব্যক্তিগত বিষয় নিয়েও তেমন কোনো লুকোছাপা রাখেন না তেমনি সামাজিক বিষয়ক সোজাসাপ্টা মন্তব্য করতে পিছপা হন না বলিউডের ‘বীরু’। দুঃখের দিন গেছে। জ্যাকির পরিবারে এখন আনন্দের ঢেউ। ছেলে টাইগারের হাতে একের পর এক বিগ বাজেটের ছবি। নিজের হাতে বেশ কিছু কাজ। ছেলে টাইগার এর সঙ্গে অভিনেত্রী দিশা পাটানি সম্পর্ক নিয়ে বালিপাড়ার অলিতে গলিতে চলছে গুঞ্জন। তা নিয়ে জ্যাকির মন্তব্য, ‘২৫ বছর বয়স থেকেই টাইগার চুটিয়ে প্রেম করছে’। তিনি টাইগার সম্পর্কে আরো বলেন,’আমি জোর গলায় বলতে পারি যে টাইগার নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ ফোকাসড। ওর কাজের মাঝখানে কাউকে ঢুকতে দেয় না টাইগার সে ওর বান্ধবী হোক কিংবা আমি বা আমাদের পরিবার’। প্রসঙ্গত, জ্যকির বোন কৃষ্ণ শ্রফ এবং দিশা পাটানির মধ্যে রয়েছে বন্ধুত্বের বন্ধন। এবছর নিজের জন্মদিন টাইগার ও কৃষ্ণার সঙ্গেই কাটালেন দিশা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি টাইগারের মা আয়েশা শ্রফও।

RELATED ARTICLES

Most Popular