Placeholder canvas

Placeholder canvas
Homeদেশকোনও ফ্রন্টই বিজেপিকে রুখতে যথেষ্ট নয় : পিকে

কোনও ফ্রন্টই বিজেপিকে রুখতে যথেষ্ট নয় : পিকে

Follow Us :

বিভাজনের রাজনীতির বিরোধিতায় সরব তৃণমূল। তাদের সমর্থনে দাবি জানিয়েছে বাম ও কংগ্রেস। দরকার পড়লে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই জোটের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েই প্রশান্ত কিশোর বলেন, কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে ঠেকাতে পারবে না। সেই সব জল্পনার মাঝেই হঠাৎ করে পিকে’র এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ কিছুটা জল্পনা তৈরি করেছে।

আরও পড়ুন : বিভাজনের রাজনীতির বিরোধিতায় তৃণমূল, পাশে আছে বাম-কংগ্রেস

রাজনৈতিক মহলে সম্প্রতি জল্পনা শুরু হয়েছিল যে, সারা দেশে অ-কংগ্রেসি দলের বিকল্প ফ্রন্ট গড়ে তুলবেন পিকে। সোমবার, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পর শরদ পাওয়ার বিজেপি বিরোধী অ-কংগ্রেসি দলের বৈঠক ডেকেছেন মঙ্গলবার বিকেলে। কিন্তু সেখানে যোগ দেওয়ার ব্যাপারে কিছু জানাননি পিকে। কিন্তু তার আগেই সংবাদ মাধ্যমের সামনে পিকে বলেন, ”কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে ঠেকাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।” যার জেরে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। এর সঙ্গে তিনি এ-ও উল্লেখ করেন যে, ‘রাষ্ট্র মঞ্চের সভার সঙ্গে শরদ পাওয়ারের সঙ্গে আমার বৈঠকের কোনও সম্পর্ক নেই।’ শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের ব্যাপারে পিকে জানান, এর আগে তাঁদের সাক্ষাতের সুযোগ হয়নি। এই বৈঠকে রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা। তবে বিজেপি বিরোধী জোট কিংবা কোনও ফ্রন্ট নিয়ে কোনও আলোচনা করেননি তাঁরা, জানান পিকে। শরদ পাওয়ার নিজেও এই বৈঠকের ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। যদিও ১১ জুনের পর ২১ জুন ফের শরদ পাওয়ারের সঙ্গে পিকের এই বৈঠক কী ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES

Most Popular