skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeবিনোদন'টনিক' এর টেনশনে তটস্থ টলিপাড়া

‘টনিক’ এর টেনশনে তটস্থ টলিপাড়া

Follow Us :

কিংবদন্তী ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায় কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই টলিপাড়ায় বহু কলাকুশলীরা নিজের কোভিড টেস্ট করাচ্ছেন।
গত সপ্তাহে দেব ও পরান বন্দোপাধ্যায়ের ছবি ‘টনিক ‘ এর প্রিমিয়ারে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই হাজির হয়েছিলেন টলিউডের বহু তারকা।


সৌরভের হাসপাতালে ভর্তির খবর পেয়েই যে সব তারকা, কলাকুশলীরা সেদিন প্রিমিয়ারে হাজির ছিলেন, সকলেই নিজের কোভিড টেস্ট করছেন।
অভিনেতা দেব আজ জানিয়েছেন তিনি কোভিড টেস্ট করেছেন এবং তিনি নেগেটিভ হয়েছেন, তাই সকলকে প্যানিক করতে মানা করলেও সকলকে টেস্ট করিয়ে নিতে বলেছেন।


প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত জানান, তিনি দুদিন আগেই টেস্ট করে নিয়েছেন, এবং তিনি সুস্থ আছেন, অভিনেতা বিক্রম জানান, তিনি প্রিমিয়ারে গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি, তবে তিনি সুস্থ রয়েছেন, এবং আপাতত ছুটি কাটাচ্ছেন। অভিনেত্রী কোনীনিকা বন্দোপাধ্যায় জানান, এই খবর পাওয়ার পরই তিনিও টেস্ট করাচ্ছেন। আপাতত যা খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও স্ত্রী ডোনা কোভিড নেগেটিভ।

 

RELATED ARTICLES

Most Popular