Placeholder canvas
Homeবিনোদনঅনুষ্কার 'কো-অর্ডে'র দাম শুনলে চমকে যাবেন

অনুষ্কার ‘কো-অর্ডে’র দাম শুনলে চমকে যাবেন

কলকাতা: ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma) দ্বিতীয় সন্তান জন্মের নানা গুজবের মধ্যেই, এবার একেবারে অন্যরকম পোশাকে ধরা দিলেন বলি অভিনেত্রী (Actress) অনুষ্কার স্টাইলিশ পোশাকটিও সকলের নজর কেড়েছে।

অভিনেত্রীকে একটি বড় মাপের শার্ট এবং মানানসই শর্টস পরে অপূর্ব দেখাচ্ছে। একটি উচ্ছল কো-অর্ড সেট-এ একটি সাদা প্রিন্টেড শার্ট, এবং বড় আকারের উজ্জ্বল সবুজ ফুলের ছাপও রয়েছে তাতে। কিন্তু, জানেন কী অনুষ্কার পরিহিত কো-অর্ড সেটটির দাম কত? ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে অনুষ্কা শর্মা যে পোশাকটি পরেছিলেন তা ধ্রুব কপুরের থেকে এসেছে বলে জানা গিয়েছে। ফ্লোরাল-প্রিন্টের ওভারসাইজ শার্ট’টির দাম ১৯ হাজার ৫০০ টাকা। আর যদি ম্যাচিং শর্ট-সহ কো-অর্ড সেটটি কিনতে চান, তাহলে ব্র্যান্ডের ওয়েবসাইটে উল্লিখিত হিসাবে আপনার খরচ পড়বে ২৭ হাজার ৫০০ টাকা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। ১১৭ রানের ঝোড়ো ইনিংসে সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন যে কিং ইজ ব্যাক। বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে নতুন পালক জোড়ায় শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়। বিরাটের এই সাফল্যে আপ্লুত তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। তাঁর একটি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, “ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ যে, তাঁর আশীর্বাদে আমি তোমার মতো এক জন মানুষের ভালবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়… এই সাফল্য অর্জন করা… সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।”

দেখুন আরও অন্য খবর

Colour Bar | 'বিগ বসে'র ঘরে প্রেগনেন্সি টেস্ট অঙ্কিতা...

RELATED ARTICLES

Most Popular

Recent Comments