skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeবিনোদনমনোজের নতুন থ্রিলার

মনোজের নতুন থ্রিলার

Follow Us :

‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর পর ফের ওয়েবে বাজিমাৎ করতে আসছেন মনোজ বাজপেয়ী।তবে এবার আর ওয়েব সিরিজ নয়,ওরিজিনাল ফিল্ম।ছবির নাম ‘ডায়াল ১০০’।মুক্তি পেল ছবির টানটান ট্রেলার।ছবিতে একজন পুলিশের এমার্জেন্সি কলসেন্টার অফিসারের ভূমিকায় বাজিমাৎ করবেন ফ্যামিলি ম্যান-এর শ্রীকান্ত তিওয়ারি।পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সাক্ষী তনওয়ার এবং নীনা গুপ্তা।’ডায়াল ১০০’ যে রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে সেটা কিন্তু ট্রেলার দেখলেই বেশ বোঝা যাচ্ছে।আগামী ৬অগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি।কিন্তু তার আগে ট্রেলারের ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য।

RELATED ARTICLES

Most Popular